ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে অ্যাডভান্স কম্পোজিট করখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাস্টারবাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কারখানার শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে অ্যাডভান্স কম্পোজিট কারখানায় প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ২৭ মে শ্রমিকদের সঙ্গে আলোচনার করে ২৯ মে বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দেন এবং ২৮ মে সাধারণ ছুটি ঘোষণা করেন।
২৯ মে সোমবার শ্রমিকেরা কর্মস্থলে যোগদান করার জন্য গেটের সামনে আসেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ আবার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়।
আজ মঙ্গলবার সকালে আবার তাঁরা কাজে যোগ দিতে কারখানার গেটে আসেন। এর আগে তালাবদ্ধ গেটে ৩১ মে পর্যন্ত ছুটির নোটিশ টানানো হয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ও ভালুকা মডেল থানার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
তাঁরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকিং সমস্যার কারণে এপ্রিল মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। আগামী (১ জুন) বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। গত রাতেই কারখানা কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে মিল গেটে নোটিশ টানিয়ে দেন।
তিনি আরও বলেন, ‘এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।’

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে অ্যাডভান্স কম্পোজিট করখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাস্টারবাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
কারখানার শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে অ্যাডভান্স কম্পোজিট কারখানায় প্রায় ১ হাজার ৭০০ শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ২৭ মে শ্রমিকদের সঙ্গে আলোচনার করে ২৯ মে বেতন পরিশোধ করার সিদ্ধান্ত দেন এবং ২৮ মে সাধারণ ছুটি ঘোষণা করেন।
২৯ মে সোমবার শ্রমিকেরা কর্মস্থলে যোগদান করার জন্য গেটের সামনে আসেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ আবার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়।
আজ মঙ্গলবার সকালে আবার তাঁরা কাজে যোগ দিতে কারখানার গেটে আসেন। এর আগে তালাবদ্ধ গেটে ৩১ মে পর্যন্ত ছুটির নোটিশ টানানো হয়। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ও ভালুকা মডেল থানার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
তাঁরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
কারখানার ব্যবস্থাপক (অ্যাডমিন) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকিং সমস্যার কারণে এপ্রিল মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। আগামী (১ জুন) বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ (মঙ্গলবার) শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল। গত রাতেই কারখানা কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়ে মিল গেটে নোটিশ টানিয়ে দেন।
তিনি আরও বলেন, ‘এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে