দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে কামারশিল্পে নেই আগের সেই ব্যস্ততা। একসময় ঈদের আগে কামারের দোকানগুলো হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকলেও এখন যেন থমকে আছে পুরো শিল্প।
উপজেলার দেশওয়ালীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদ মাত্র এক সপ্তাহ দূরে থাকলেও কামারদের দোকানে নেই ক্রেতাদের ভিড়। সারা বছরের মধ্যে এই একবার ভালো বিক্রির আশায় থাকেন কামারেরা। তবে এবারও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ তারা।
কামারশিল্পীরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও চায়না পণ্যে বাজার সয়লাব হওয়ায় তাদের তৈরি দা, ছুরি, চাপাতির চাহিদা কমে গেছে। এতে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। ফলে বিলুপ্তির মুখে ঐতিহ্যবাহী এই হস্তশিল্প।
কামারশিল্পী পরিতোষ কর্মকার বলেন, ‘৪০ বছর ধরে এই পেশায় আছি। আগে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই দিন-রাত কাজ করতে হতো। এখন আমাদের তৈরি লোহার জিনিসপত্রের চাহিদা নেই বললেই চলে। অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে, আমি শুধু পূর্বপুরুষের পেশা বলেই ধরে আছি।’
আরেক কামার মিটু কর্মকার বলেন, ‘বাজারে আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য হওয়ায় আমাদের তৈরি সরঞ্জামের আর চাহিদা নেই। সংসার চালাতেও কষ্ট হয়।’
চকলেংগুরার কামার লিটন বলেন, ‘এই ঈদেও হাতে তেমন কাজ নেই। বাজার আধুনিক যন্ত্রের দখলে চলে যাওয়ায় কামারদের কদর একেবারেই কমে গেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাশুল তালুকদার বলেন, ‘কামারদের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই পেশাজীবীদের সহায়তা ও কামারশিল্পকে টিকিয়ে রাখার পরিকল্পনা চলমান রয়েছে।’

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে কামারশিল্পে নেই আগের সেই ব্যস্ততা। একসময় ঈদের আগে কামারের দোকানগুলো হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকলেও এখন যেন থমকে আছে পুরো শিল্প।
উপজেলার দেশওয়ালীপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদ মাত্র এক সপ্তাহ দূরে থাকলেও কামারদের দোকানে নেই ক্রেতাদের ভিড়। সারা বছরের মধ্যে এই একবার ভালো বিক্রির আশায় থাকেন কামারেরা। তবে এবারও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ তারা।
কামারশিল্পীরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও চায়না পণ্যে বাজার সয়লাব হওয়ায় তাদের তৈরি দা, ছুরি, চাপাতির চাহিদা কমে গেছে। এতে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। ফলে বিলুপ্তির মুখে ঐতিহ্যবাহী এই হস্তশিল্প।
কামারশিল্পী পরিতোষ কর্মকার বলেন, ‘৪০ বছর ধরে এই পেশায় আছি। আগে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই দিন-রাত কাজ করতে হতো। এখন আমাদের তৈরি লোহার জিনিসপত্রের চাহিদা নেই বললেই চলে। অনেকেই পেশা ছেড়ে দিচ্ছে, আমি শুধু পূর্বপুরুষের পেশা বলেই ধরে আছি।’
আরেক কামার মিটু কর্মকার বলেন, ‘বাজারে আধুনিক যন্ত্রপাতি সহজলভ্য হওয়ায় আমাদের তৈরি সরঞ্জামের আর চাহিদা নেই। সংসার চালাতেও কষ্ট হয়।’
চকলেংগুরার কামার লিটন বলেন, ‘এই ঈদেও হাতে তেমন কাজ নেই। বাজার আধুনিক যন্ত্রের দখলে চলে যাওয়ায় কামারদের কদর একেবারেই কমে গেছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাশুল তালুকদার বলেন, ‘কামারদের জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই পেশাজীবীদের সহায়তা ও কামারশিল্পকে টিকিয়ে রাখার পরিকল্পনা চলমান রয়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে