বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সাড়ে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই দিচ্ছেন ভেটেরিনারি সার্জনের চিকিৎসা সেবা। এতে ব্যাহত হচ্ছে পশু-পাখির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তৎকালীন ভেটেরিনারি সার্জন মোতালেব প্রায় সাড়ে তিন বছর আগে বদলি হয়ে গেছেন। এরপর বিল্লাল হোসেন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগ দেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি প্রমোশন পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। এদিকে উপজেলায় ছোট, মাঝারি ও বড় খামারির সংখ্যা ৪০ এর অধিক। এ ছাড়া রয়েছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখির খামার। এসব খামারিরা পড়েছেন বিপাকে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জনের প্রয়োজনীয়তা অনেক। পশু-পাখির জখম সারানো ও ড্রেসিং করা, অস্ত্রোপচার করা, রোগের জন্য ভ্যাকসিন ও টিকা দেওয়া, সাধারণ যত্ন, চিকিৎসা শর্তাবলি এবং চিকিৎসা সম্পর্কে পশু মালিকদের পরামর্শ দেওয়া, অসুস্থতার ধরন অনুযায়ী ওষুধ দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন।
বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাবিব জানান, ৭ মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য সকাল থেকে বসে আছি। ভেটেরিনারি সার্জন না থাকায় এখন প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য অপেক্ষা করছি। তিনি আসলেই চিকিৎসা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভেটেরিনারি সার্জনের পদটি আমি বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগদানের দুই মাসের মধ্যেই খালি হয়ে যায়। পরে মাসখানেকের জন্য একজন আসলে তিনিও চলে যান। সেই থেকে প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমিই ভেটেরিনারি চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছি। চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম একই সঙ্গে করা আমার জন্য অনেক কষ্টের।
মহিউদ্দিন আরও জানান বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক দিন ধরেই ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা মাসিক মিটিংয়ে ভেটেরিনারি সার্জন শূন্য পদ পূরণের জন্য আমি অনেকবার বলেছি। এ ছাড়া স্থানীয় এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সাড়ে তিন বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই দিচ্ছেন ভেটেরিনারি সার্জনের চিকিৎসা সেবা। এতে ব্যাহত হচ্ছে পশু-পাখির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তৎকালীন ভেটেরিনারি সার্জন মোতালেব প্রায় সাড়ে তিন বছর আগে বদলি হয়ে গেছেন। এরপর বিল্লাল হোসেন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগ দেন। কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি প্রমোশন পেয়ে অন্যত্র বদলি হয়ে যান। তারপর থেকে ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। এদিকে উপজেলায় ছোট, মাঝারি ও বড় খামারির সংখ্যা ৪০ এর অধিক। এ ছাড়া রয়েছে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখির খামার। এসব খামারিরা পড়েছেন বিপাকে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ভেটেরিনারি সার্জনের প্রয়োজনীয়তা অনেক। পশু-পাখির জখম সারানো ও ড্রেসিং করা, অস্ত্রোপচার করা, রোগের জন্য ভ্যাকসিন ও টিকা দেওয়া, সাধারণ যত্ন, চিকিৎসা শর্তাবলি এবং চিকিৎসা সম্পর্কে পশু মালিকদের পরামর্শ দেওয়া, অসুস্থতার ধরন অনুযায়ী ওষুধ দেওয়ার মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন।
বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাসিন্দা হাবিব জানান, ৭ মাস বয়সী বাছুরের চিকিৎসার জন্য সকাল থেকে বসে আছি। ভেটেরিনারি সার্জন না থাকায় এখন প্রাণী সম্পদ কর্মকর্তার জন্য অপেক্ষা করছি। তিনি আসলেই চিকিৎসা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, ভেটেরিনারি সার্জনের পদটি আমি বারহাট্টা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগদানের দুই মাসের মধ্যেই খালি হয়ে যায়। পরে মাসখানেকের জন্য একজন আসলে তিনিও চলে যান। সেই থেকে প্রায় তিন বছরের অধিক সময় ধরে আমিই ভেটেরিনারি চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছি। চিকিৎসাসেবা ও সম্প্রসারণ কার্যক্রম একই সঙ্গে করা আমার জন্য অনেক কষ্টের।
মহিউদ্দিন আরও জানান বারহাট্টা ও খালিয়াজুরী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক দিন ধরেই ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা মাসিক মিটিংয়ে ভেটেরিনারি সার্জন শূন্য পদ পূরণের জন্য আমি অনেকবার বলেছি। এ ছাড়া স্থানীয় এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে