ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে সংগঠনবিরোধী কাজে সম্পৃক্ত থাকার দায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. রুবেল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রুবেল উপজেলার কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ ও সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুবেল হোসেনকে বহিষ্কার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেনকে বারবার মৌখিক সতর্ক করা হয়। তবু তিনি সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. পাপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রুবেল হোসেন দলের বলিষ্ঠ কর্মী। দলে তাঁর মতো দক্ষ ছাত্রনেতার প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি এসব হীন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
তবে সদ্য বহিষ্কৃত কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং নিজ দলের বেশ কিছু নেতা-কর্মী আমার সঙ্গে সংগঠনবিরোধী কার্যকলাপ করেছেন। তাঁদের হীন কার্যকলাপে ব্যবসা করতে পারছি না। সুতরাং আমাকে প্রতিহিংসার আক্রোশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি, দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

জামালপুরের ইসলামপুরে সংগঠনবিরোধী কাজে সম্পৃক্ত থাকার দায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. রুবেল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রুবেল উপজেলার কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ ও সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুবেল হোসেনকে বহিষ্কার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেনকে বারবার মৌখিক সতর্ক করা হয়। তবু তিনি সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. পাপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রুবেল হোসেন দলের বলিষ্ঠ কর্মী। দলে তাঁর মতো দক্ষ ছাত্রনেতার প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি এসব হীন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
তবে সদ্য বহিষ্কৃত কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং নিজ দলের বেশ কিছু নেতা-কর্মী আমার সঙ্গে সংগঠনবিরোধী কার্যকলাপ করেছেন। তাঁদের হীন কার্যকলাপে ব্যবসা করতে পারছি না। সুতরাং আমাকে প্রতিহিংসার আক্রোশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি, দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তাঁর সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।’
১২ মিনিট আগে
দেশে আগামী মাসের ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে মৌলভীবাজারে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। কিন্তু জেলার ৯২টি চা-বাগানের ভোটার এবং
৬ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ আট বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনেই থেমে আছে প্রকল্প। এদিকে উপজেলার কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সময়মতো ফায়ার সার্ভিসের সেবা মিলছে না।
৭ ঘণ্টা আগে
তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে গাইবান্ধা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায় বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় চারা মরে যাচ্ছে, আবার জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা নষ্ট হচ্ছে। ছত্রাকনাশক ও বালাইনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকে
৭ ঘণ্টা আগে