Ajker Patrika

রেললাইনে ভেঙে পড়ল গাছ, ২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২৩: ৩৭
রেললাইনে ভেঙে পড়ল গাছ, ২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় কালবৈশাখীতে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে যায়। এতে দুই ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। 

আজ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ঝড়ের সময় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় আধঘণ্টার কালবৈশাখী। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভানুগাছ রেলস্টেশনে পারাবত এক্সপ্রেস ও শ্রীমঙ্গল রেলস্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পরে। 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে আছে জয়ন্তীকা এক্সপ্রেস। ছবি: আজকের পত্রিকা এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে রেললাইন ওপর থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনে মধ্যেবর্তী স্থানে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে লাইনের ওপর থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত