মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই ও কুশিয়ারা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে জুড়ী, বড়লেখা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত জেলার মনু নদে ২৯ সেন্টিমিটার ও জুড়ী নদী ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা শহর ও সদর উপজেলার মনু নদের তীরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩ দিনে এই অঞ্চলে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ২-৩ দিন বৃষ্টির হওয়ায় সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরে রাখছি। এখনো কোনো নদ-নদীতে ভাঙন দেখা দেয়নি।’
এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা জেলাসহ সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে।

মৌলভীবাজারে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই ও কুশিয়ারা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে জুড়ী, বড়লেখা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত জেলার মনু নদে ২৯ সেন্টিমিটার ও জুড়ী নদী ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা শহর ও সদর উপজেলার মনু নদের তীরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩ দিনে এই অঞ্চলে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ২-৩ দিন বৃষ্টির হওয়ায় সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরে রাখছি। এখনো কোনো নদ-নদীতে ভাঙন দেখা দেয়নি।’
এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা জেলাসহ সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৯ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৪ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে