
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে