
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই বললেই চলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সপ্তমবারের মতো সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য প্রচার চালালেও মাঠে নেই অন্য দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা।
আসনটির একাধিক ভোটার বলছেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নিয়ম রক্ষার নির্বাচনী প্রচার করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী। ফলে হাড্ডাহাড্ডি লড়াই না থাকায় নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারও চলছে ঢিলেঢালাভাবে।
নির্বাচনী আসনের বিভিন্ন এলাকার ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করছে না। শক্ত দল বলতে আছে শুধু আওয়ামী লীগ। নৌকার প্রার্থীর সঙ্গে অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কেউ চেনেন না, জানেন না। ফলে এই আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী এমনিতেই বিজয়ী হবে।
কমলগঞ্জের ভোটার আজমান আহমেদ বলেন, নৌকার প্রার্থী আব্দুস শহীদ একাই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সপ্তমবারের মতো এমপি হবেন তিনি। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আনোয়ার হোসেনের গণসংযোগ তো দূরের কথা, একটা পোস্টারও দেখা যাচ্ছে না।। আর ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিত হাসানী যেন চুপচাপ ঘুমাচ্ছেন।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাধ্যমতো প্রচার চালাচ্ছি।’
প্রার্থী আব্দুল মুহিত হাসানী বলেন, ‘নেতা-কর্মী নিয়ে যতটুকু সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছি।’
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এই আসনে আমি ছয়বার এমপি নির্বাচিত হয়ে দল-মত নির্বিশেষে মানুষের সেবা করেছি। এবারও আমি জয়ের আশা করছি।’

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে