রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২টি চা বাগানের শ্রমিকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, ‘চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২টি চা বাগানের শ্রমিকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, ‘চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’

শীত এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা-পায়েসের আয়োজন। পিঠা তৈরির অন্যতম সহায়ক হলো গুড়। অনেকে চিনি দিয়েও তৈরি করে থাকে। তবে এই নাশতাকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে খেজুর রসের গুড়।
৯ মিনিট আগে
দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
২০ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২৯ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে