মেহেরপুর প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, ‘উচ্চগতির ইন্টারনেট সেবা ‘জীবন’ কানেকটিভিটি হবে বিটিসিএলের লাইফ লাইন। এই একটি প্যাকেজ যা দিয়ে আমরা বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’
আজ সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিটিসিএল কার্যালয়ে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা ‘জীবন’ কানেকটিভিটির উদ্বোধনে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেন, ‘উচ্চ গতিসম্পন্ন এই প্যাকেজ সারা দেশে ৪ লাখ মানুষের মধ্যে দেওয়া হবে। মাত্র ৩০০ টাকায় ৬ এমবিপিএস, ৫০০ টাকায় ১০ এমবিপিএস, ১ হাজার টাকায় ২০ এমবিপিএস গতিসম্পন্ন লাইন গ্রাহকদের মধ্যে দেওয়া হবে। এরপরও বিটিসিএল লাভের মুখ না দেখলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’ সেবার মান বাড়িয়ে বিটিসিএলের প্রতি বছর দেড় শ থেকে দুইশো কোটি লোকসান বন্ধ হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিটকের ৪৮ লাখ গ্রাহকের যে সিম এক্টিভিট আছে তাদের সমস্যা দূর করার জন্য জাদুকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলালিংকের সঙ্গে এক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন নেটওয়ার্ক পাচ্ছি। সেখানে ইন্টারনেট ভালো পাচ্ছি, ভয়েস কলও ভালো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘টেলিটকের নেটওয়ার্ক না থাকলেও আমরা সব ধরনের সুবিধা এখান থেকে পাচ্ছি। আগামী স্বাধীনতা দিবসের আগেই পাইলটিং প্রোগ্রাম শেষ হবে। পরে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রথমে বাংলালিংক ও পরে জিপি, রবির সঙ্গে টেলিটকের শেয়ারিং নেটওয়ার্ক চালু করা হবে।’
পরে মেহেরপুর ডাক ঘরের নতুন ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন—প্রশাসক আসিটি অধিদপ্তরের মহাপরিচাল মোস্তফা কামাল, ডাক বিভাগের খুলনা সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল সামসুল আলম, বিটিসিএললের উপমহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র ঘরামী, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, ‘উচ্চগতির ইন্টারনেট সেবা ‘জীবন’ কানেকটিভিটি হবে বিটিসিএলের লাইফ লাইন। এই একটি প্যাকেজ যা দিয়ে আমরা বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’
আজ সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিটিসিএল কার্যালয়ে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা ‘জীবন’ কানেকটিভিটির উদ্বোধনে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেন, ‘উচ্চ গতিসম্পন্ন এই প্যাকেজ সারা দেশে ৪ লাখ মানুষের মধ্যে দেওয়া হবে। মাত্র ৩০০ টাকায় ৬ এমবিপিএস, ৫০০ টাকায় ১০ এমবিপিএস, ১ হাজার টাকায় ২০ এমবিপিএস গতিসম্পন্ন লাইন গ্রাহকদের মধ্যে দেওয়া হবে। এরপরও বিটিসিএল লাভের মুখ না দেখলে ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।’ সেবার মান বাড়িয়ে বিটিসিএলের প্রতি বছর দেড় শ থেকে দুইশো কোটি লোকসান বন্ধ হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিটকের ৪৮ লাখ গ্রাহকের যে সিম এক্টিভিট আছে তাদের সমস্যা দূর করার জন্য জাদুকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলালিংকের সঙ্গে এক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন নেটওয়ার্ক পাচ্ছি। সেখানে ইন্টারনেট ভালো পাচ্ছি, ভয়েস কলও ভালো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘টেলিটকের নেটওয়ার্ক না থাকলেও আমরা সব ধরনের সুবিধা এখান থেকে পাচ্ছি। আগামী স্বাধীনতা দিবসের আগেই পাইলটিং প্রোগ্রাম শেষ হবে। পরে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রথমে বাংলালিংক ও পরে জিপি, রবির সঙ্গে টেলিটকের শেয়ারিং নেটওয়ার্ক চালু করা হবে।’
পরে মেহেরপুর ডাক ঘরের নতুন ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন—প্রশাসক আসিটি অধিদপ্তরের মহাপরিচাল মোস্তফা কামাল, ডাক বিভাগের খুলনা সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল সামসুল আলম, বিটিসিএললের উপমহাব্যবস্থাপক নারায়ন চন্দ্র ঘরামী, জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৫ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪১ মিনিট আগে