গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

ভালো খবরে মিষ্টিমুখ, এ তো আবহমান বাংলার ঐতিহ্য। বিভিন্ন বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিনে হরহামেশাই মিষ্টির চাহিদা ব্যাপক বেড়ে যায়। এ বছরে এমন প্রত্যাশা নিয়ে বাহারি রকমের মিষ্টি বানিয়েছিলেন মেহেরপুরের মিষ্টি ব্যবসায়ীরা। কিন্তু তাদের এ ‘আশার গুড়ে বালি!’ ফল প্রকাশের পর থেকে রাত পর্যন্ত মিষ্টির চাহিদা দেখে হতাশ তাঁরা। আগামী বছর থেকে এসব দিনে বেশি বিক্রির প্রত্যাশায় মিষ্টি বানাবেন না বলে ঘোষণাও দিচ্ছেন।
আজ রোববার মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪১০জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ২৩২ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৭৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২১১ জন শিক্ষার্থী। পাসের শতকরা হার ৭৩ দশমিক ২৮।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
সরেজমিনে উপজেলার দেবীপুর বাজারে দেখা যায়, মিষ্টির দোকানে বাহারি মিষ্টির পসরা সাজিয়ে রেখেছেন দোকানি। পার্শ্ববর্তী কয়েকটি দোকানেই ক্রেতাশূন্য অবস্থা। মুখ মলিন দোকানিদেরও।
ব্যবসায়ীরা জানালেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে জেনে আগের দিন অনেক মিষ্টি করে রেখেছেন তারা। তবে সারা দিন চলে গেছে মিষ্টি তেমন বিক্রি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রচার-প্রচারণা উল্লাস দেখা গেলেও, দিনে দিনে স্থানীয় পর্যায়ে সামাজিকভাবে এই আনন্দ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। গত কয়েক বছর ধরেই এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে দাবি তাদের।
মিষ্টি ব্যবসায়ী রিপন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিশেষ দিনগুলোর জন্য বেশি মিষ্টি প্রস্তুত করে থাকি। আজ এসএসসির রেজাল্ট হবে তাই অন্য দিনের তুলনায় মিষ্টি বানিয়ে রেখেছি। তবে সারা দিন চলে গেল, ৪-৫ জন পরীক্ষার্থী মিষ্টি নিয়ে গেছে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে ছেলে-মেয়েরা ভালো রেজাল্টের আনন্দ প্রকাশ করে ফেসবুকে। পরের বছর থেকে আর বেশি মিষ্টি বানাব না। বিক্রি না হলে, কিছুটা হলেও তো লোকসান হয়।’
অপর এক মিষ্টি ব্যবসায়ী আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অনেক ছেলে-মেয়েই তো ভালো রেজাল্ট করেছে শুনেছি, আশা করেছিলাম অনেক মিষ্টি বিক্রি হবে। সারা দিন চলে গেল, পাস করা শিক্ষার্থীরা মিষ্টি নিতে আসছে না। মাত্র কয়েকজন আসছে মিষ্টি কিনতে।’
স্মৃতি রোমন্থন করে আকরাম আলী বলেন, ‘এক সময় আমরা দেখতাম-ফল প্রকাশের একটা অন্যরকম আনন্দ ছিল। ছেলে-মেয়েরা পাস করলে অভিভাবকেরা মিষ্টির দোকানে ভিড় জমাতো। সেই দৃশ্য আর দেখা যাচ্ছে না। এবার থেকে পরীক্ষার ফল প্রকাশের দিনগুলোতে অতিরিক্ত মিষ্টি বানাব না।’
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থীর বাবা আলফাজ উদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার ছেলে পাস করেছে। যদিও খুব ভালো রেজাল্ট করতে পারেনি, তবুও ইনশা আল্লাহ মিষ্টি খাওয়াব।’

ভালো খবরে মিষ্টিমুখ, এ তো আবহমান বাংলার ঐতিহ্য। বিভিন্ন বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিনে হরহামেশাই মিষ্টির চাহিদা ব্যাপক বেড়ে যায়। এ বছরে এমন প্রত্যাশা নিয়ে বাহারি রকমের মিষ্টি বানিয়েছিলেন মেহেরপুরের মিষ্টি ব্যবসায়ীরা। কিন্তু তাদের এ ‘আশার গুড়ে বালি!’ ফল প্রকাশের পর থেকে রাত পর্যন্ত মিষ্টির চাহিদা দেখে হতাশ তাঁরা। আগামী বছর থেকে এসব দিনে বেশি বিক্রির প্রত্যাশায় মিষ্টি বানাবেন না বলে ঘোষণাও দিচ্ছেন।
আজ রোববার মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলায় মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪১০জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ২৩২ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৭৮ জন। জিপিএ ৫ পেয়েছে ২১১ জন শিক্ষার্থী। পাসের শতকরা হার ৭৩ দশমিক ২৮।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।
সরেজমিনে উপজেলার দেবীপুর বাজারে দেখা যায়, মিষ্টির দোকানে বাহারি মিষ্টির পসরা সাজিয়ে রেখেছেন দোকানি। পার্শ্ববর্তী কয়েকটি দোকানেই ক্রেতাশূন্য অবস্থা। মুখ মলিন দোকানিদেরও।
ব্যবসায়ীরা জানালেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে জেনে আগের দিন অনেক মিষ্টি করে রেখেছেন তারা। তবে সারা দিন চলে গেছে মিষ্টি তেমন বিক্রি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রচার-প্রচারণা উল্লাস দেখা গেলেও, দিনে দিনে স্থানীয় পর্যায়ে সামাজিকভাবে এই আনন্দ হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। গত কয়েক বছর ধরেই এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে দাবি তাদের।
মিষ্টি ব্যবসায়ী রিপন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিশেষ দিনগুলোর জন্য বেশি মিষ্টি প্রস্তুত করে থাকি। আজ এসএসসির রেজাল্ট হবে তাই অন্য দিনের তুলনায় মিষ্টি বানিয়ে রেখেছি। তবে সারা দিন চলে গেল, ৪-৫ জন পরীক্ষার্থী মিষ্টি নিয়ে গেছে।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে ছেলে-মেয়েরা ভালো রেজাল্টের আনন্দ প্রকাশ করে ফেসবুকে। পরের বছর থেকে আর বেশি মিষ্টি বানাব না। বিক্রি না হলে, কিছুটা হলেও তো লোকসান হয়।’
অপর এক মিষ্টি ব্যবসায়ী আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অনেক ছেলে-মেয়েই তো ভালো রেজাল্ট করেছে শুনেছি, আশা করেছিলাম অনেক মিষ্টি বিক্রি হবে। সারা দিন চলে গেল, পাস করা শিক্ষার্থীরা মিষ্টি নিতে আসছে না। মাত্র কয়েকজন আসছে মিষ্টি কিনতে।’
স্মৃতি রোমন্থন করে আকরাম আলী বলেন, ‘এক সময় আমরা দেখতাম-ফল প্রকাশের একটা অন্যরকম আনন্দ ছিল। ছেলে-মেয়েরা পাস করলে অভিভাবকেরা মিষ্টির দোকানে ভিড় জমাতো। সেই দৃশ্য আর দেখা যাচ্ছে না। এবার থেকে পরীক্ষার ফল প্রকাশের দিনগুলোতে অতিরিক্ত মিষ্টি বানাব না।’
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থীর বাবা আলফাজ উদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার ছেলে পাস করেছে। যদিও খুব ভালো রেজাল্ট করতে পারেনি, তবুও ইনশা আল্লাহ মিষ্টি খাওয়াব।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩১ মিনিট আগে