প্রতিনিধি, মেহেরপুর

পর্যাপ্ত রাজস্ব আয় হওয়ার পরও সাত জন ইউপি কাউন্সিলরকে দুই বছর ধরে কোনো সম্মানী ভাতা দেননি ইউপি চেয়ারম্যান। অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান রাজস্ব আয়ের টাকা আত্মসাৎ করছেন। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ডের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলরগণ।
কাউন্সিলরগণ অভিযোগপত্রে বলেন, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম জেলার সব চাইতে বড় পশুহাট ইজারা দিয়ে বছরে ২০ লাখ টাকা রাজস্ব পান। এ ছাড়া একাধিক হাট বাজার রয়েছে। যেগুলো ইজারা দিয়ে আরও ১০ লাখ টাকা রাজস্ব আয় করেন। এর বাইরে ট্রেড লাইসেন্স, দোকান ঘর ভাড়া, অটো ভ্যান রিকশা, গাড়ির লাইসেন্স নবায়ন ফি, কয়েকটি কারখানার বাৎসরিক কর সহ বাড়ির ট্যাক্স ফি মিলিয়ে আরও ৫০ লাখ টাকা রাজস্ব আয় হয়। সব মিলিয়ে ন্যূনতম এক কোটি টাকা রাজস্ব আয়ের এই ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় অর্থ কম দেখিয়ে সেই টাকা চেয়ারম্যান আত্মসাৎ করছে। অপরদিকে রাজস্ব আয় নেই অজুহাতে ইউনিয়নের ৭ কাউন্সিলরকে ২ বছর কোনো সন্মানীভাতা দেওয়া হয়নি। ভাতা চাইতে গেলে চেয়ারম্যান রাজস্ব আয় নেই ভাতা দেয়া সম্ভব না বলে সাফ জবাব দেন।
মঙ্গলবার গাংনী বামুন্দী ইউপি সদস্য মিলন হোসেন জানান-তারা বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, বামুন্দী ইউনিয়ন পরিষদের ৭ কাউন্সিলর ২ বছর সম্মানীভাতা পাননি বিষয়টি আমি জানি। কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে চেয়ারম্যানের দুর্নীতির বিচার ও তাদের সম্মানীভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে বসে এবং তদন্ত করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব।
এই অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পর্যাপ্ত রাজস্ব আয় হওয়ার পরও সাত জন ইউপি কাউন্সিলরকে দুই বছর ধরে কোনো সম্মানী ভাতা দেননি ইউপি চেয়ারম্যান। অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান রাজস্ব আয়ের টাকা আত্মসাৎ করছেন। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ডের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলরগণ।
কাউন্সিলরগণ অভিযোগপত্রে বলেন, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম জেলার সব চাইতে বড় পশুহাট ইজারা দিয়ে বছরে ২০ লাখ টাকা রাজস্ব পান। এ ছাড়া একাধিক হাট বাজার রয়েছে। যেগুলো ইজারা দিয়ে আরও ১০ লাখ টাকা রাজস্ব আয় করেন। এর বাইরে ট্রেড লাইসেন্স, দোকান ঘর ভাড়া, অটো ভ্যান রিকশা, গাড়ির লাইসেন্স নবায়ন ফি, কয়েকটি কারখানার বাৎসরিক কর সহ বাড়ির ট্যাক্স ফি মিলিয়ে আরও ৫০ লাখ টাকা রাজস্ব আয় হয়। সব মিলিয়ে ন্যূনতম এক কোটি টাকা রাজস্ব আয়ের এই ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় অর্থ কম দেখিয়ে সেই টাকা চেয়ারম্যান আত্মসাৎ করছে। অপরদিকে রাজস্ব আয় নেই অজুহাতে ইউনিয়নের ৭ কাউন্সিলরকে ২ বছর কোনো সন্মানীভাতা দেওয়া হয়নি। ভাতা চাইতে গেলে চেয়ারম্যান রাজস্ব আয় নেই ভাতা দেয়া সম্ভব না বলে সাফ জবাব দেন।
মঙ্গলবার গাংনী বামুন্দী ইউপি সদস্য মিলন হোসেন জানান-তারা বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, বামুন্দী ইউনিয়ন পরিষদের ৭ কাউন্সিলর ২ বছর সম্মানীভাতা পাননি বিষয়টি আমি জানি। কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে চেয়ারম্যানের দুর্নীতির বিচার ও তাদের সম্মানীভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে বসে এবং তদন্ত করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব।
এই অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২৪ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে