মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় এনজিও পরিচালক শহিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
রায়ে শাহিন আলমকে ১০ হাজার টাকা এবং বাকি আসামিদের প্রত্যেককে সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এই রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মো. শাহিন আলমকে (২৫)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গোয়ারীপাড়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের থানাপাড়া গ্রামের শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে সাহেদ (২৫), একই জেলার নাগরপুর উপজেলার দোয়াজানী গ্রামের হযরত আলীর ছেলে রাজা মিয়া ওরফে রাজা (২৫), নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের সামসুল হক বেপারীর ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও টাঙ্গাইলের সুইপার কলোনির মিহির লালের ছেলে বিষ্ণু সুইপার (২৫)। এঁদের মধ্যে পলাতক রয়েছেন শাহিন আলম, রাজা মিয়া ও আব্দুল কুদ্দুস।
মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় রহম আলী ও সেলিম মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে দণ্ড পাওয়া শাহিন আলম ও নিহত শহিদুল মিলে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠা করেন। ওই বছরের ২১ মে এনজিও প্রতিষ্ঠানের ফান্ডে ১০ লাখ টাকা আসে। প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিচালক শহিদুলকে গলা কেটে হত্যা করেন শাহিন আলম, সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও বিষ্ণু সুইপার।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করে। ২০১৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল। মামলায় মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে সরকার পক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান ও অরবিন্দ পোদ্দার উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৬ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে