সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
সাটুরিয়া থানায় ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, ইয়াকুব পারভেজের হরগজ বাজারে একটি স্টুডিও, ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। ওই ছাত্রী ফটো তোলার জন্য দোকানে যায়। এরপর ইয়াকুব তাকে নানা প্রলোভন দেখান। এতে কাজ না হওয়ায় নেশাজাতীয় তরল পান করিয়ে ছাত্রীকে বিবস্ত্র করেন। পরে তা মোবাইলে ধারণ ও ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণীকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ওই তরুণীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। কাউকে বললে মোবাইলে ধারণ করা নগ্ন ছবি গণমাধ্যম ও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দিতেন ইয়াকুব পারভেজ।
গত ২৪ ফেব্রুয়ারি ধর্ষক ওই তরুণীকে তাঁর দোকানে ডেকে নিয়ে যান। এ সময় ওই ছাত্রীর ভাগনিকে সঙ্গে নিয়ে গেলে তাকে দোকানে বসিয়ে রেখে স্টুডিওর ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা তরুণীর ভাগনি দেখে ফেললে তাকেও প্রাণনাশের হুমকি দেন ইয়াকুব পারভেজ।
ওই তরুণী জানান, ‘আমি গত ফেব্রুয়ারি মাসে তার দোকানে স্কুলের কাজের জন্য ছবি তুলতে যাই। এ সময় দোকানের মালিক পারভেজ আমাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে এনে মোবাইলে ধারণকৃত আমার কিছু নগ্ন ছবি দেখায়। তার পর থেকেই আমাকে সে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে।’
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াকুব পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
সাটুরিয়া থানায় ওসি মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, ইয়াকুব পারভেজের হরগজ বাজারে একটি স্টুডিও, ফটোকপি ও কম্পিউটারের দোকান রয়েছে। ওই ছাত্রী ফটো তোলার জন্য দোকানে যায়। এরপর ইয়াকুব তাকে নানা প্রলোভন দেখান। এতে কাজ না হওয়ায় নেশাজাতীয় তরল পান করিয়ে ছাত্রীকে বিবস্ত্র করেন। পরে তা মোবাইলে ধারণ ও ধর্ষণ করেন। এর পর থেকে ওই তরুণীকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ওই তরুণীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। কাউকে বললে মোবাইলে ধারণ করা নগ্ন ছবি গণমাধ্যম ও ফেসবুকে ছেড়ে দেওয়ারও হুমকি দিতেন ইয়াকুব পারভেজ।
গত ২৪ ফেব্রুয়ারি ধর্ষক ওই তরুণীকে তাঁর দোকানে ডেকে নিয়ে যান। এ সময় ওই ছাত্রীর ভাগনিকে সঙ্গে নিয়ে গেলে তাকে দোকানে বসিয়ে রেখে স্টুডিওর ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা তরুণীর ভাগনি দেখে ফেললে তাকেও প্রাণনাশের হুমকি দেন ইয়াকুব পারভেজ।
ওই তরুণী জানান, ‘আমি গত ফেব্রুয়ারি মাসে তার দোকানে স্কুলের কাজের জন্য ছবি তুলতে যাই। এ সময় দোকানের মালিক পারভেজ আমাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পান করিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর আমাকে আবার দোকানে ডেকে এনে মোবাইলে ধারণকৃত আমার কিছু নগ্ন ছবি দেখায়। তার পর থেকেই আমাকে সে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ করে।’
সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াকুব পারভেজকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৫ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৬ মিনিট আগে