সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন।
হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ।
প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’
সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন।
হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ।
প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’
সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে