মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যশিক্ষা উন্নত করতে নতুন নতুন উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৫০টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবাব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরেই পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালেও বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু হবে। এতে রোগ নির্ণয়ে সব পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।’
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের কর্নেল মালেক মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সিমুলেশন ল্যাব একটি অত্যাধুনিক, ডিজিটাল ও স্মার্ট পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে এবং অস্ত্রোপচার থেকে শুরু করে সেলাই—সবকিছুই দেখতে ও শিখতে পারবেন মেডিকেল শিক্ষার্থীরা। এই পদ্ধতিতে চিকিৎসাবিজ্ঞানের ছাত্ররা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। এ ছাড়া ই-লাইব্রেরির মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা বিশ্বের স্বনামধন্য লেখকদের পাঠ্যবই, জার্নালসহ অন্যান্য রেফারেন্স বই পড়তে পারবেন। এতে অনেক মূল্যবান বই ও জার্নাল ব্যবহার করে মেডিকেলের শিক্ষার্থীরা ও শিক্ষকেরা গবেষণার কাজ এগিয়ে নিতে পারবেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সময় পেয়েছিলেন। এই স্বল্প সময়ে তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নর জন্য অনেক দিকনির্দেশনা দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ইউনিয়নে পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র জাতির জনকের স্বপ্নেরই ফসল। তিনি চেয়েছেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শুরু হোক। বঙ্গবন্ধুরই চিন্তাচেতনায় উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিক্স অ্যান্ড সার্জন (বিসিপিএস) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) শুরু করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩৭টি মেডিকেল কলেজে ৩৭টি ই-লাইব্রেরি স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রায় ১৫ থেকে ২০টি ইনস্টিটিউট স্থাপন করেছেন, যেখানে আধুনিক চিকিৎসাসেবার সুযোগ হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনো প্রসূতির স্বাভাবিক প্রসব (প্রাতিষ্ঠানিক ডেলিভারি) ৫০ ভাগেরও কম। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো (এফডব্লিউসি) আট ঘণ্টা চালু থাকে। এখন থেকে এফডব্লিউসি ২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা দেবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রসূতির স্বাভাবিক প্রসবের হার বেড়ে যাবে। এর মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুর হার আরও কমে যাবে। পাশাপাশি প্রসূতির অস্ত্রোপচারও কমে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ অনেক বেড়েছে। দেশে যত রোগী মারা যায়, তার ৬০ থেকে ৭০ ভাগ রোগীই এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এসব রোগের চিকিৎসাব্যবস্থার বিস্তার ছিল না দেশে, এখনো বিস্তার লাভ করেনি। মেডিকেল কলেজগুলোতে কিছু কিছু চিকিৎসা হয়। এসব রোগের চিকিৎসায় আটটি বিভাগে আটটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এসব হাসপাতালের কার্যক্রম চালু হবে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন প্রধানমন্ত্রীর অঙ্গীকার। অনেক জেলায় মেডিকেল কলেজ হয়েছে। পর্যায়ক্রমে সব জেলাতেই মেডিকেল কলেজ হবে। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হবে। ইতিমধ্যে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে।
বক্তব্য শেষ স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ কর্নেল মালেকসহ দেশের সাতটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি ভার্চুয়ালি উদ্বোধন করেন।
মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা) অতিরিক্ত সচিব আবুল বাশার জামাল, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. মোশাররফ হোসেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যশিক্ষা উন্নত করতে নতুন নতুন উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৫০টি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবাব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরেই পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালেও বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু হবে। এতে রোগ নির্ণয়ে সব পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।’
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের কর্নেল মালেক মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সিমুলেশন ল্যাব একটি অত্যাধুনিক, ডিজিটাল ও স্মার্ট পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কীভাবে কাজ করে এবং অস্ত্রোপচার থেকে শুরু করে সেলাই—সবকিছুই দেখতে ও শিখতে পারবেন মেডিকেল শিক্ষার্থীরা। এই পদ্ধতিতে চিকিৎসাবিজ্ঞানের ছাত্ররা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। এ ছাড়া ই-লাইব্রেরির মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা বিশ্বের স্বনামধন্য লেখকদের পাঠ্যবই, জার্নালসহ অন্যান্য রেফারেন্স বই পড়তে পারবেন। এতে অনেক মূল্যবান বই ও জার্নাল ব্যবহার করে মেডিকেলের শিক্ষার্থীরা ও শিক্ষকেরা গবেষণার কাজ এগিয়ে নিতে পারবেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সময় পেয়েছিলেন। এই স্বল্প সময়ে তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নর জন্য অনেক দিকনির্দেশনা দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ইউনিয়নে পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র জাতির জনকের স্বপ্নেরই ফসল। তিনি চেয়েছেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শুরু হোক। বঙ্গবন্ধুরই চিন্তাচেতনায় উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশ কলেজ অব ফিজিক্স অ্যান্ড সার্জন (বিসিপিএস) ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) শুরু করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩৭টি মেডিকেল কলেজে ৩৭টি ই-লাইব্রেরি স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রায় ১৫ থেকে ২০টি ইনস্টিটিউট স্থাপন করেছেন, যেখানে আধুনিক চিকিৎসাসেবার সুযোগ হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনো প্রসূতির স্বাভাবিক প্রসব (প্রাতিষ্ঠানিক ডেলিভারি) ৫০ ভাগেরও কম। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো (এফডব্লিউসি) আট ঘণ্টা চালু থাকে। এখন থেকে এফডব্লিউসি ২৪ ঘণ্টাই স্বাস্থ্যসেবা দেবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রসূতির স্বাভাবিক প্রসবের হার বেড়ে যাবে। এর মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুর হার আরও কমে যাবে। পাশাপাশি প্রসূতির অস্ত্রোপচারও কমে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ অনেক বেড়েছে। দেশে যত রোগী মারা যায়, তার ৬০ থেকে ৭০ ভাগ রোগীই এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এসব রোগের চিকিৎসাব্যবস্থার বিস্তার ছিল না দেশে, এখনো বিস্তার লাভ করেনি। মেডিকেল কলেজগুলোতে কিছু কিছু চিকিৎসা হয়। এসব রোগের চিকিৎসায় আটটি বিভাগে আটটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এসব হাসপাতালের কার্যক্রম চালু হবে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন প্রধানমন্ত্রীর অঙ্গীকার। অনেক জেলায় মেডিকেল কলেজ হয়েছে। পর্যায়ক্রমে সব জেলাতেই মেডিকেল কলেজ হবে। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হবে। ইতিমধ্যে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে।
বক্তব্য শেষ স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ কর্নেল মালেকসহ দেশের সাতটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি ভার্চুয়ালি উদ্বোধন করেন।
মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন। এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা) অতিরিক্ত সচিব আবুল বাশার জামাল, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. মোশাররফ হোসেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪১ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে