দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল।
এজাহার এবং র্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।
র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল।
এজাহার এবং র্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।
র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে