হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় এবং যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনার, আপনার পরিবারের নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’
আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, ‘আমি আপনাদের মতো শেখ হাসিনার একজন কর্মী। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি একটা কথাই বলেন, ‘আমার বিপদের সময়, দল পরিচালনার সময় এবং আমাকে ক্ষমতায় আনতে একনিষ্ঠভাবে সর্বক্ষণ যারা নিবেদিত প্রাণ, তারা হলো তৃণমূলের নেতা–কর্মীরা। এই তৃণমূলের কর্মীদের জন্যই আমি বেঁচে আছি। এই কর্মীদের জন্যই আমি ক্ষমতায় আসি। এই কর্মীদের জন্যই আমি দল পরিচালনা করতে পারি। এই তৃণমূলের কর্মীরাই আমাকে বারবার দল পরিচালনার দায়িত্ব দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনাই কিন্তু আমার একমাত্র আইডল। আমি জানি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, কোনো কিছুর আশায় নয়, কোনো কিছুই পাওয়া জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনাকে ভালোবেসেই আওয়ামী লীগ করেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কিন্তু আপনাদেরই। এই শেখ হাসিনার বাইরে এবং নৌকার বাইরে আমরা কেউ যাব না এ কথা আপনাদের মনে রাখতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় এবং যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনার, আপনার পরিবারের নিরাপত্তা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’
আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, ‘আমি আপনাদের মতো শেখ হাসিনার একজন কর্মী। সেই কর্মী হয়েই আপনাদের একটা কথা বলি, আপনাদের ওপর জননেত্রী শেখ হাসিনার অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি একটা কথাই বলেন, ‘আমার বিপদের সময়, দল পরিচালনার সময় এবং আমাকে ক্ষমতায় আনতে একনিষ্ঠভাবে সর্বক্ষণ যারা নিবেদিত প্রাণ, তারা হলো তৃণমূলের নেতা–কর্মীরা। এই তৃণমূলের কর্মীদের জন্যই আমি বেঁচে আছি। এই কর্মীদের জন্যই আমি ক্ষমতায় আসি। এই কর্মীদের জন্যই আমি দল পরিচালনা করতে পারি। এই তৃণমূলের কর্মীরাই আমাকে বারবার দল পরিচালনার দায়িত্ব দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি শেখ হাসিনাকে দেখেছি। শেখ হাসিনাই কিন্তু আমার একমাত্র আইডল। আমি জানি, আপনারা যারা আওয়ামী লীগ করেন, কোনো কিছুর আশায় নয়, কোনো কিছুই পাওয়া জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনাকে ভালোবেসেই আওয়ামী লীগ করেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কিন্তু আপনাদেরই। এই শেখ হাসিনার বাইরে এবং নৌকার বাইরে আমরা কেউ যাব না এ কথা আপনাদের মনে রাখতে হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে