মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাতকৃত এলপিজি গ্যাস বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা ও পুরান বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না তা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিইআরসির চেয়ারম্যান নূরুল আমিন বলেন, সব কোম্পানির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম সরকার ভোক্তা পর্যায়ে নির্ধারণ করেছে ৯৯৯ টাকা। তবে মানিকগঞ্জে খুচরা পর্যায়ে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। কোনো কোনো কোম্পানির সিলিন্ডার গ্যাস ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রমাণ হিসেবে চালানের রসিদসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছেন। ভোক্তাদের কাছ থেকে এলপিজির বেশি দাম নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিইআরসির চেয়ারম্যান বলেন, কোম্পানি এবং পরিবেশকদের নিয়ে সভা করে দাম নির্ধারণ করা হয়েছে। সরকার এলপিজির যে দাম নির্ধারণ করেছে কোম্পানিগুলোও তা মানতে বাধ্য। এ নিয়ে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে। যে কোম্পানিগুলো এই নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নূরুল আমিন বলেন, এলপিজি গ্যাসের যে মূল্য নির্ধারণ করা হয়েছে এটা বিইআরসি করে দেয়নি। সব কোম্পানির সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাতকৃত এলপিজি গ্যাস বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা ও পুরান বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না তা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
বিইআরসির চেয়ারম্যান নূরুল আমিন বলেন, সব কোম্পানির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম সরকার ভোক্তা পর্যায়ে নির্ধারণ করেছে ৯৯৯ টাকা। তবে মানিকগঞ্জে খুচরা পর্যায়ে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। কোনো কোনো কোম্পানির সিলিন্ডার গ্যাস ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রমাণ হিসেবে চালানের রসিদসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছেন। ভোক্তাদের কাছ থেকে এলপিজির বেশি দাম নেওয়ার সুযোগ নেই। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিইআরসির চেয়ারম্যান বলেন, কোম্পানি এবং পরিবেশকদের নিয়ে সভা করে দাম নির্ধারণ করা হয়েছে। সরকার এলপিজির যে দাম নির্ধারণ করেছে কোম্পানিগুলোও তা মানতে বাধ্য। এ নিয়ে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে। যে কোম্পানিগুলো এই নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নূরুল আমিন বলেন, এলপিজি গ্যাসের যে মূল্য নির্ধারণ করা হয়েছে এটা বিইআরসি করে দেয়নি। সব কোম্পানির সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
২২ মিনিট আগে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
২৯ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে