ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বলছি না যে, গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বলছি, নির্বাচন হতে হবে কিন্তু আগে সংস্কার লাগবে, বিচার লাগবে। উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। আমরা সেই বাংলাদেশ চাই।’
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মানিকগঞ্জে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ’দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ রফিক চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয়ভাবে ইসলামবিদ্বেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রে ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ। এই কথা বলে সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগই।
মানিকগঞ্জবাসীর প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ ১৩ ই ডিসেম্বর স্বাধীন হয় এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনেও মানিকগঞ্জ থেকে ৪ তারিখে আওয়ামী লীগ বিতাড়িত হয়। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। কিন্তু সেটা শুধু লড়াই-প্রতিরোধের ক্ষেত্রে। উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা টহল দেন। সভাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, এনসিপির পথসভার নিরাপত্তার জন্য সোনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বলছি না যে, গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা বলছি, নির্বাচন হতে হবে কিন্তু আগে সংস্কার লাগবে, বিচার লাগবে। উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। আমরা সেই বাংলাদেশ চাই।’
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মানিকগঞ্জে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ’দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ রফিক চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয়ভাবে ইসলামবিদ্বেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্রে ইসলামের পক্ষে কেউ দাঁড়ালেই তার বিরুদ্ধে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিজেরা বলে অসাম্প্রদায়িক, নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ। এই কথা বলে সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগই।
মানিকগঞ্জবাসীর প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় মানিকগঞ্জ ১৩ ই ডিসেম্বর স্বাধীন হয় এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনেও মানিকগঞ্জ থেকে ৪ তারিখে আওয়ামী লীগ বিতাড়িত হয়। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। কিন্তু সেটা শুধু লড়াই-প্রতিরোধের ক্ষেত্রে। উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও মানিকগঞ্জের প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
এনসিপির পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাসদস্যরা টহল দেন। সভাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, এনসিপির পথসভার নিরাপত্তার জন্য সোনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে