মাগুরা প্রতিনিধি

ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’

ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট লাগার পর সাকিব আল হাসানকে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি। তবে মাগুরার নিজ নির্বাচনী এলাকায় তিনি এবার সংসদ সদস্য প্রার্থী হয়ে ভোটের মাঠেই নেমে গেলেন ব্যাট ও বল হাতে।
আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
সরেজমিনে দেখা যায়, মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়েরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে পিচে নেমে যান। স্থানীয় বোলারদের বলে তিনি কয়েকটি চার হাঁকান। এ সময় মাঠে উপস্থিত দর্শক সাকিব-সাকিব বলে উল্লাস করতে থাকেন। পরে তিনি আউট হয়ে গেলে এক ওভার বল করেন। এরপর তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে ও কুশল বিনিময় করে মাঠ থেকে নির্বাচনী জনসংযোগে বেরিয়ে পড়েন।
সাকিব আল হাসান বলেন, ‘এই নোমানী ময়দান মাঠে আমার ক্রিকেটে হাতেখড়ি। এখান থেকে আমি খেলা শুরু করি গোর্কি ভাইয়ের হাত ধরে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে ছিলাম ফাস্ট বোলার। পরে গোর্কি ভাই বলেন তুমি স্পিন করো। এরপর থেকে আমি স্পিনার হয়ে যাই।’
এ বিষয়ে সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোর্কি আজকের পত্রিকাকে বলেন, ‘সাকিবকে যখন ডেকেছি, তখনই সে ছুটে এসেছে। এখন সে নৌকার প্রার্থী। আমরা চাই সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মাগুরায় একটা ভালো মানের ক্রিকেট একাডেমি করুক। মাগুরায় সাকিবের মতো আরও মেধাবী ক্রিকেটার তৈরি হোক।’

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তাঁর মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অনিকের মা নুরজাহান বেগমকে আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে