মাগুরা প্রতিনিধি

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’
জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’
আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’
কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’
ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’
জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’
আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’
কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’
ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৯ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে