মাগুরা প্রতিনিধি

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’
জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’
আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’
কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’
ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার শ্রীপুর উপজেলায় শিশুটির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় দরিদ্র পরিবারটির পক্ষ থেকে একটি পাকা ঘর চাওয়া হলে তিনি তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের সব রকম সহযোগিতা করার জন্য আমরা পাশে থাকব।’
জামায়াত আমির সকাল সাড়ে ৯টার দিকে কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ৭ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছে, কেউ কেউ আন্দোলন করছে। আমরা এ বিষয়ে একমত না। কারণ, মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই সঠিক আছে। এর এক দিনের বেশি সময় দেওয়া যাবে না।’
আসামিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নেতা বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলমান সেখানে দোষী প্রমাণিত হওয়া সুযোগ দিতে হবে। মব সৃষ্টি হয়েছে, এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। এটা অনেক আগে থেকে করা হয় এই দেশে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার। কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়।’
কবর জিয়ারত শেষে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অপসংস্কৃতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভারতীয় মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম—এসবের কারণে সমাজে ভুল মেসেজ যাচ্ছে। সংস্কৃতিকে খারাপ করছে। পরিবারের কাঠামোকে নষ্ট করা হচ্ছে।’
ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।
এ সময় শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে