Ajker Patrika

সবজি বিক্রেতার মেয়ে সাফজয়ী ফুটবল দলের কান্ডারি

ফয়সাল পারভেজ, মাগুরা
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৩: ৫৮
সবজি বিক্রেতার মেয়ে সাফজয়ী ফুটবল দলের কান্ডারি

একটাই ঘর। তাতে টিনের চালা, মেঝে মাটির। ভেতরে ভাঙা একটি চৌকি। এ ঘরের পুব পাশে একটি গোয়াল ঘর। তবে তাতে নেই কোনো গবাদিপশু। ছোট উঠান, সেখানের বাতাসে খড়কুটোর গন্ধ। অনেক দিন সংস্কারহীন এ ঘরটি পরিবারটির দারিদ্র্যের চিত্র ফুটিয়ে তোলে। অথচ এখানেই বেড়ে উঠেছেন অর্পিতা বিশ্বাস। বাংলাদেশের জন্য গর্ব করার মতো এক অর্জন নিয়ে এসেছেন যে কিশোরীরা তাদের অন্যতম অর্পিতা। 

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া দলের নেতৃত্ব দিয়েছেন অর্পিতা বিশ্বাস। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে তার বাড়ি।

বুঝতেই পারছেন, অর্পিতার মফস্বলের এক অজপাড়াগাঁ থেকে এইপর্যায়ে আসার পথটা মোটেই সহজ ছিল না।

অর্পিতার বাবা মনোরঞ্জন বিশ্বাস গোয়ালদহর ছোট্ট বাজারে সবজি বিক্রি করেন। প্রায় দুই দশক আগে এক দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পাওয়ায়, প্রতিবন্ধী দিন পার করছেন তিনি। অনেক সময় সবজি বিক্রি করতেও যেতে পারেন না। সংসারে হাল ধরতে অর্পিতার বড় ভাই কিশোর বিশ্বাস তাই এসএসসি পরীক্ষা না দিয়েই ইজিবাইক চালাচ্ছেন। তবে অর্পিতার ভাইয়ের ইজিবাইকটি আর দ্রুত গতিতে চলছে না। নতুন ব্যাটারি কেনা লাগবে। সেই টাকাটিও জোগাড় হচ্ছে না। 

অর্পিতার স্বপ্ন বড় খেলোয়াড় হওয়া। প্রায় মাসে বিকিএসপিতে খরচ পাঠাতেও অনেকটা হিমশিম খেতে হয় বাবাকে। কিন্তু ধারদেনা করে হলেও মেয়ের খরচের টাকা তিনি ঠিকই পাঠান। পরিবারের একটু আয় বাড়াতে অর্পিতার মা গায়েত্রী বিশ্বাস গ্রামে গড়ে ওঠা এক পোশাক কারখানায় কাজ নিয়েছেন। পরিবারের মেয়ের স্বপ্ন পূরণে তাই মা-বাবা থেকে শুরু করে বড় ভাই তিনজনই খেটে যাচ্ছেন।

অর্পিতার বাবা মনোরঞ্জন বিশ্বাস জানান, অর্পিতার ঠাকুরমা পরিষ্কার রানী বিশ্বাস বিছানায় অনেক দিন। তিনি নিজেও পা নিয়ে এখন হাঁটতে পারেন না। প্রায় সময় দোকানে যাওয়া হয় না। তাই সংসারটি মূলত অর্পিতার ভাই কিশোরই দেখে। এই দুরবস্থার মাঝে অর্পিতার এমন সাফল্য তাঁদের স্বপ্ন দেখালেও পরিবারের অভাব অনটন নিয়ে দুশ্চিন্তায় আছেন।

গোয়ালদহর ছোট্ট বাজারে সবজি বিক্রি করেন অর্পিতার বাবা মনোরঞ্জন বিশ্বাস। ছবি: আজকের পত্রিকাঅর্পিতার মা গায়েত্রী বিশ্বাস বলেন, ‘মেয়ের স্বপ্ন দেশের জন্য ভালো কিছু করা। ও যেহেতু খেলোয়াড়, তাই সেটাই ভালো করে করার চেষ্টা করছে। এতেই আমরা খুশি। আমরা অভাবে থাকি কিংবা না খেয়ে, এ নিয়ে ওকে ভাবতে নিষেধ করেছি। বলেছি তুমি তোমার সেরাটা খেলে যাও। মেয়ে এবার বাড়িতে আসলি অনেক মানুষ ওকে ধন্যবাদ দিতে আসবি শুনে ভালো লাগতেছে।’ 

কিন্তু অর্পিতা তেমন মেয়ে নয়। সারা দেশে তাকে নিয়ে মানুষ গর্ববোধ করলেও তার মন ঠিক পড়ে আছে গোয়ালদহের নিজেদের সেই খুপরি ঘরে। আজকের পত্রিকাকে মোবাইল ফোনে অর্পিতা বলেন, ‘আমার বাড়ি ফেরার সময় খুব তাড়াতাড়িই হবে বলে জেনেছি। বাফুফে থেকে অনেক সময় ছুটি দেয়, অনেক সময় দেয় না। আশা করছি ঈদে ছুটি পেয়ে যাব। তখন একছুটে মাগুরায় চলে যাবো। বাড়ি গিয়ে সবার সাথে আনন্দ করব। আমার বাবা-মা ও ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। তাদের (বাবা-মা) অনেক বয়স হয়ে গেছে। বাবাতো প্রায় হাঁটতেই পারেন না পায়ের সমস্যার কারণে। চেষ্টা করব নিজের প্রথম উপার্জন থেকে তাঁদের কিছু উপহার দিতে।’ 

গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম অর্পিতার শিক্ষক ও প্রথম প্রশিক্ষক। তিনি বলেন, ‘অর্পিতা খুব মেধাবী একটি মেয়ে। আমি তাকে স্কুলে তৈরি করি বিকিএসপিতে সুযোগ পাওয়ার জন্য। প্রতি বছর আমাদের প্রশিক্ষণে অনেক মেয়ে বিকিএসপিতে ভর্তির সুযোগ পায়। অর্পিতা ভালো অবস্থানে গেছে শুধুমাত্র তার মেধার জোরে। এই মেয়েটির পারিবারিক অবস্থা খুব খারাপ। দিনে আনে দিনে খায় এমন। তবু সে পিছপা হয়নি। লেগে থেকেছে। তার পরিবারও তাকে সহযোগিতা করেছে। যে জন্য সে আজ দলের অধিনায়ক হয়ে সাফল্য ছিনিয়ে এনেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল তিনজনের

ফরিদপুর প্রতিনিধি
বাসচাপায় অটোরিকশাটি ভেঙেচুরে গেছে। ছবি: আজকের পত্রিকা
বাসচাপায় অটোরিকশাটি ভেঙেচুরে গেছে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

হাইওয়ে থানার এসআই সোহেল মিয়া বলেন, অটোরিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এই ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
কোস্ট গার্ডের অভিযানে জব্দ জাটকা ইলিশ। ছবি: আজকের পত্রিকা
কোস্ট গার্ডের অভিযানে জব্দ জাটকা ইলিশ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ার জাগলার চর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এ সময় একটি নৌকা থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এই ঘটনায় আটক কয়েকজন মাঝিমাল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড হাতিয়ার একটি দল এই অভিযান চালায়। জব্দ করা জাটকাগুলোর মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে মেঘনা নদীর জাগলার চর এলাকায় একটি কাঠের নৌকায় তল্লাশি করা হয়। ওই নৌকা থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় মাঝিদের মুচলেকা নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হয়। জব্দ মাছগুলো মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফরিদপুর প্রতিনিধি
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজ-সংলগ্ন মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মাঠ-সংলগ্ন সেতু থেকে চোখ বাঁধা অবস্থায় থাকা ফিরোজ মোল্যা নামের এক ভ্যানচালককে জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত উৎপল ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় সরকারের ছেলে। তাঁর স্ত্রী ও আড়াই বছর বয়সী এক শিশুসন্তান রয়েছে।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে সড়কের পাশে ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পাশেই একটি সেতুর সঙ্গে একই গ্রামের ভ্যানচালক ফিরোজ মোল্যাকে চোখ বাঁধা অবস্থায় বেঁধে রাখা হয়েছিল। পরে স্থানীয় বাসিন্দাদের হত্যাকাণ্ডের বিষয়টি খুলে বলেন তিনি।

ভ্যানচালকের বরাত দিয়ে রনকাইল গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী কাজী শাহীন বলেন, উৎপল সরকার ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতপরিচয় তিন-চার ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে ভ্যানচালক ফিরোজ মোল্যাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। তারা উৎপলের সঙ্গে থাকা টাকাপয়সা লুট করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই থেকে তিনজন দুর্বৃত্ত ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটাকে ডাকাতি বলা যায় না। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান। তদন্ত শেষে মূল কারণ বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চবি প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওমর ফারুক সুমন নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, সুমন খুলশীতে তাঁর মামার বাসায় থাকতেন। তাঁর বড় ভাইও সেখানে থাকেন। দুই দিন আগে সুমনের মামা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন ও তাঁর বড় ভাই ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন সুমন। ফোনে তাঁর বড় ভাই কখন বাসায় ফিরবেন জানতে চান সুমন। বড় ভাই জানান যে তাঁর আসতে একটু দেরি হবে। এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর ফোন রিসিভ করেননি। পরে বাড়ি থেকে সুমনের মা ফোন দিয়ে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান।

দারোয়ান কলিংবেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে চিরকুট মিলেছে। এতে লেখা রয়েছে, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারও প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’ এর আগে ১ ডিসেম্বর লেখা আরেকটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল—‘আশাই জীবন, আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, ‘সুমন ও তাঁর বড় ভাই একসঙ্গে মামার বাসায় থাকতেন। মামা ও মামি বর্তমানে বিদেশে আছেন। বড় ভাই সন্ধ্যায় বাইরে যান। সে সময় সুমন বাসায় একা ছিলেন। বড় ভাই বাসায় ফিরে এসে বারবার ডাকলেও ফ্ল্যাটের ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে সুমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হলেও আমরা সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত