শালিখা (মাগুরা) প্রতিনিধি

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।
সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷
স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷
লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’
কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।
সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷
স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷
লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’
কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে