শালিখা (মাগুরা) প্রতিনিধি

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।
সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷
স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷
লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’
কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।
সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷
স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷
লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’
কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১২ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৫ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৬ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে