মাগুরা প্রতিনিধি

নিজ গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিতাই রায়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত সরকারের পতনের পর হাসিনা পালিয়েছে, ৩০০ এমপিসহ চেয়ারম্যান, মেয়ররা পালিয়েছে। ফলে তাদের অনুসারী অপশক্তিগুলো এবার সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার সুযোগ পায়নি।’
আজ রোববার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দুর্গাপূজা–পরবর্তী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশে হিন্দু-মুসলমানেরা একসঙ্গে বসবাস করে আসছে। কিছু ক্ষেত্রে কিছু মতলববাজ কিছু সাম্প্রদায়িক ইস্যু ঘটাতে চায়। বিগত সরকারের আমলে আমরা এটা লক্ষ করেছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা সজাগ থাকায় সুযোগসন্ধানীরা দুর্গাপূজায় উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা করতে পারেনি। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা নানাভাবে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সব পালিয়ে যাওয়ায় তাদের অনুসারীরা এবার অপকর্ম করতে পারেনি। যদি কোথাও কিছু ঘটে, তবে সেটা পরিসরে বড় কিছু নয়।’
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম কূটকৌশল চালাচ্ছে। এমনকি মন্দিরে আক্রমণ করতে গিয়ে যুবলীগের নেতা-কর্মীরা গ্রেপ্তারও হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রমুখ।

নিজ গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিতাই রায়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত সরকারের পতনের পর হাসিনা পালিয়েছে, ৩০০ এমপিসহ চেয়ারম্যান, মেয়ররা পালিয়েছে। ফলে তাদের অনুসারী অপশক্তিগুলো এবার সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার সুযোগ পায়নি।’
আজ রোববার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দুর্গাপূজা–পরবর্তী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশে হিন্দু-মুসলমানেরা একসঙ্গে বসবাস করে আসছে। কিছু ক্ষেত্রে কিছু মতলববাজ কিছু সাম্প্রদায়িক ইস্যু ঘটাতে চায়। বিগত সরকারের আমলে আমরা এটা লক্ষ করেছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা সজাগ থাকায় সুযোগসন্ধানীরা দুর্গাপূজায় উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা করতে পারেনি। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা নানাভাবে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সব পালিয়ে যাওয়ায় তাদের অনুসারীরা এবার অপকর্ম করতে পারেনি। যদি কোথাও কিছু ঘটে, তবে সেটা পরিসরে বড় কিছু নয়।’
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম কূটকৌশল চালাচ্ছে। এমনকি মন্দিরে আক্রমণ করতে গিয়ে যুবলীগের নেতা-কর্মীরা গ্রেপ্তারও হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রমুখ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১৮ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৯ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে