শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৯ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
২৮ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
১ ঘণ্টা আগে