মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৭ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
৩০ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪২ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে