শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাসের বিরুদ্ধে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারগুলো এই অভিযোগ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাস নিজে উপস্থিত থেকে মাটিকাটা বাজারের পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন। বেশ কয়েক দিন ধরেই এই নির্মাণকাজ চলছে। এরই মধ্যে সমতল জমি থেকে প্রায় ২০ ফুটের মতো গাথা হয়েছে। অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে ৪ শতাংশ জমি কিনলেও একই প্লট থেকে অতিরিক্ত আরও ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়েছেন। এমনকি সরকারের অধিকৃত জমি দখলের জন্য প্লটের ৫১ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশই রাস্তার পাশ থেকে দখল করা হয়েছে।
ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারগুলো মধ্যে রনজিত, সনজিত, শ্রীবাস, শৈলেন বলেন, ‘তিনি ক্ষমতাসীন দলের চেয়ারম্যান হওয়ার পর আমাদের একোয়ারের জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করেন। জমির মালিক আমরা আর মার্কেট করেছে উনি। ভয়ে কিছুই বলতে পারিনি। তিনি ভিন্ন প্লট থেকে ৪ শতাংশ জমি কিনলেও একই জায়গা থেকে আরও ৩ শতাংশ মোট ৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়েছে। আমরা কিছুই জানি না। তিনি একোয়ারের জমি দখলের জন্য রাস্তার পাশে মেপে নিয়েছে। এত কিছুর পরেও আমরা সংখ্যালঘু বলে ভয়ে মুখ খুলতে পারছি না। আমরা এর সঠিক বিচার চাই।’
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাস বলেন, ‘সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করছি না। জমিতে ঘর করব, তাই যাতায়াতের রাস্তা করছি। আমি রাস্তার পাশের জমির মালিক, কাজেই সরকারি এ জমির দখলও আমার। ডিসিআর আমার নামে এখনো হয়নি, তবে করে নিব। আমি জোরপূর্বক জমি দখল করিনি। দলিলের জমি যতটুকু আছে আমি ততটুকুই বুঝে নিয়েছি।’
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘সরকারি জমি দখল ও কোনো স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোনো কিছু করতে হলে অবশ্যই অনুমতি লাগবে। রাস্তা করতে হলেও সমতল জমি ওপর ইটের গাঁথুনি দিতে পারবে না। সরেজমিনে দেখা হবে। যদি এমনই হয় সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাগুরার শ্রীপুরে এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ও সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাসের বিরুদ্ধে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারগুলো এই অভিযোগ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাস নিজে উপস্থিত থেকে মাটিকাটা বাজারের পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন। বেশ কয়েক দিন ধরেই এই নির্মাণকাজ চলছে। এরই মধ্যে সমতল জমি থেকে প্রায় ২০ ফুটের মতো গাথা হয়েছে। অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে ৪ শতাংশ জমি কিনলেও একই প্লট থেকে অতিরিক্ত আরও ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়েছেন। এমনকি সরকারের অধিকৃত জমি দখলের জন্য প্লটের ৫১ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশই রাস্তার পাশ থেকে দখল করা হয়েছে।
ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারগুলো মধ্যে রনজিত, সনজিত, শ্রীবাস, শৈলেন বলেন, ‘তিনি ক্ষমতাসীন দলের চেয়ারম্যান হওয়ার পর আমাদের একোয়ারের জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করেন। জমির মালিক আমরা আর মার্কেট করেছে উনি। ভয়ে কিছুই বলতে পারিনি। তিনি ভিন্ন প্লট থেকে ৪ শতাংশ জমি কিনলেও একই জায়গা থেকে আরও ৩ শতাংশ মোট ৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়েছে। আমরা কিছুই জানি না। তিনি একোয়ারের জমি দখলের জন্য রাস্তার পাশে মেপে নিয়েছে। এত কিছুর পরেও আমরা সংখ্যালঘু বলে ভয়ে মুখ খুলতে পারছি না। আমরা এর সঠিক বিচার চাই।’
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান লিয়াকত বিশ্বাস বলেন, ‘সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করছি না। জমিতে ঘর করব, তাই যাতায়াতের রাস্তা করছি। আমি রাস্তার পাশের জমির মালিক, কাজেই সরকারি এ জমির দখলও আমার। ডিসিআর আমার নামে এখনো হয়নি, তবে করে নিব। আমি জোরপূর্বক জমি দখল করিনি। দলিলের জমি যতটুকু আছে আমি ততটুকুই বুঝে নিয়েছি।’
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘সরকারি জমি দখল ও কোনো স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোনো কিছু করতে হলে অবশ্যই অনুমতি লাগবে। রাস্তা করতে হলেও সমতল জমি ওপর ইটের গাঁথুনি দিতে পারবে না। সরেজমিনে দেখা হবে। যদি এমনই হয় সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৪০ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে