মাদারীপুর প্রতিনিধি

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের আদেশের শুনানি দুই দফা পেছানো হলো। গতকাল রোববার বাদীকে অভিযোগের বিষয়ে প্রমাণসহ সশরীরে হাজিরের নির্দেশ দেন আদালত। বাদী প্রামাণসহ উপস্থিত থাকলেও ওই দিন কোনো আদেশ দেননি আদালত।
আজ সোমবার সকাল ১১টার দিকে মাদারীপুর আদালতের বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ ডিসেম্বর হামলা আর লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগটি করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামের এক ব্যক্তি। অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন। পরে অভিযোগের বিষয়ে আদেশের দিন ধার্য করেন ৫ জানুয়ারি। সেদিন পুনরায় ৯ জানুয়ারি আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও কোনো আদেশ দেওয়া হয়নি।
আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, গেল ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তাঁর সংঘবদ্ধ দলবল নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। এতে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে বাদী আব্দুল গণি মাতুব্বর বলেন, ‘পর পর দুই দফা অভিযোগের বিষয় শুনানি থাকলেও আদালত কোনো আদেশ দেয়নি। কবে দেবেন সেটাও পরিষ্কার জানতে পারিনি। আমি ন্যায় বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়ে হয়রানির শিকার হচ্ছি। বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় অভিযোগটি আমলে নেওয়া নিয়ে শঙ্কিত। তারপরেও দেখি কি দাঁড়ায়।’
আদালতে অভিযোগের বিষয় গোলাম রাব্বানী বলেন, ‘একটি প্রভাবশালী মহল আমার ইমেজকে হেয় করার জন্য উঠে-পড়ে লেগেছে। আমি কারও স্বর্ণালংকার চুরি করতে পারি, সেটা পাগলেও বিশ্বাস করবে না। আমি পজিটিভ বাংলাদেশ নামে একটি সোশ্যাল মুভমেন্ট করে থাকি। সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতিপয় ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার আশা করব।’
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ছুড়ি গিয়ে কোপ দেন। এতে রাব্বানীর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুজন গ্রেপ্তার হয়ে জেল-হাজতে রয়েছেন। আর অব্দুল গণি মাতুব্বর মোশারফ মোল্লার কর্মী ও সমর্থক। এ ছাড়া তাঁর মামলায় এক নম্বর সাক্ষী মোশারফ মোল্লা।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের আদেশের শুনানি দুই দফা পেছানো হলো। গতকাল রোববার বাদীকে অভিযোগের বিষয়ে প্রমাণসহ সশরীরে হাজিরের নির্দেশ দেন আদালত। বাদী প্রামাণসহ উপস্থিত থাকলেও ওই দিন কোনো আদেশ দেননি আদালত।
আজ সোমবার সকাল ১১টার দিকে মাদারীপুর আদালতের বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু নিশ্চিত করেছেন।
এর আগে ২৯ ডিসেম্বর হামলা আর লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগটি করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামের এক ব্যক্তি। অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন। পরে অভিযোগের বিষয়ে আদেশের দিন ধার্য করেন ৫ জানুয়ারি। সেদিন পুনরায় ৯ জানুয়ারি আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও কোনো আদেশ দেওয়া হয়নি।
আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, গেল ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তাঁর সংঘবদ্ধ দলবল নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। এতে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
এ ব্যাপারে বাদী আব্দুল গণি মাতুব্বর বলেন, ‘পর পর দুই দফা অভিযোগের বিষয় শুনানি থাকলেও আদালত কোনো আদেশ দেয়নি। কবে দেবেন সেটাও পরিষ্কার জানতে পারিনি। আমি ন্যায় বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়ে হয়রানির শিকার হচ্ছি। বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় অভিযোগটি আমলে নেওয়া নিয়ে শঙ্কিত। তারপরেও দেখি কি দাঁড়ায়।’
আদালতে অভিযোগের বিষয় গোলাম রাব্বানী বলেন, ‘একটি প্রভাবশালী মহল আমার ইমেজকে হেয় করার জন্য উঠে-পড়ে লেগেছে। আমি কারও স্বর্ণালংকার চুরি করতে পারি, সেটা পাগলেও বিশ্বাস করবে না। আমি পজিটিভ বাংলাদেশ নামে একটি সোশ্যাল মুভমেন্ট করে থাকি। সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতিপয় ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার আশা করব।’
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ছুড়ি গিয়ে কোপ দেন। এতে রাব্বানীর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুজন গ্রেপ্তার হয়ে জেল-হাজতে রয়েছেন। আর অব্দুল গণি মাতুব্বর মোশারফ মোল্লার কর্মী ও সমর্থক। এ ছাড়া তাঁর মামলায় এক নম্বর সাক্ষী মোশারফ মোল্লা।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
১ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে