প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।
জানা গেছে, ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মা উত্তাল রয়েছে। সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠে। প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা এড়াতে সাড়ে নয়টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২ টার দিকে পদ্মায় ঢেউ কিছুটা কমে এলে লঞ্চ চলাচল শুরু করে।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও পদ্মায় ঢেউ কিছুটা কমেছে। দুপুর ১২ টার দিকে লঞ্চ চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো এখন ছাড়া হচ্ছে।
তিনি আরও বলেন,'আকাশ এখনো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। পরিস্থিতি আবারও বৈরী হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।'

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।
জানা গেছে, ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মা উত্তাল রয়েছে। সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠে। প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা এড়াতে সাড়ে নয়টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২ টার দিকে পদ্মায় ঢেউ কিছুটা কমে এলে লঞ্চ চলাচল শুরু করে।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও পদ্মায় ঢেউ কিছুটা কমেছে। দুপুর ১২ টার দিকে লঞ্চ চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো এখন ছাড়া হচ্ছে।
তিনি আরও বলেন,'আকাশ এখনো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। পরিস্থিতি আবারও বৈরী হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।'

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৭ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৬ মিনিট আগে