মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে। আজ রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভবন নির্মাণ করা হয়। নির্মাণ শেষে মাদারীপুর গণপূর্ত অধিদপ্তর ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের কাছে এটি হস্তান্তর করে। পরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার ১০ শয্যার আইসিইউ ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। রোগীদের সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিইউর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই আইসিইউটির কক্ষ তালাবদ্ধ থাকে। এতে মাদারীপুর জেলার রোগীরা ১০ শয্যার আইসিইউ ইউনিটের কোনো সেবাই পাচ্ছে না। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন আছে। সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এক ভুক্তভোগী দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাসপাতালের নানান অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধেও অভিযোগ আমাদের কাছে আছে।’

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে। আজ রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভবন নির্মাণ করা হয়। নির্মাণ শেষে মাদারীপুর গণপূর্ত অধিদপ্তর ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের কাছে এটি হস্তান্তর করে। পরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার ১০ শয্যার আইসিইউ ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। রোগীদের সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিইউর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই আইসিইউটির কক্ষ তালাবদ্ধ থাকে। এতে মাদারীপুর জেলার রোগীরা ১০ শয্যার আইসিইউ ইউনিটের কোনো সেবাই পাচ্ছে না। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন আছে। সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এক ভুক্তভোগী দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাসপাতালের নানান অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধেও অভিযোগ আমাদের কাছে আছে।’

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৭ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২৩ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩০ মিনিট আগে