মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারতরী নামে একটি যাত্রীবাহী পরিবহন বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিণ বাংলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
বাসের যাত্রী মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তা ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।’

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারতরী নামে একটি যাত্রীবাহী পরিবহন বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিণ বাংলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
বাসের যাত্রী মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তা ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।’

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
২ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে