মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনাবেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশমেলা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই শহরের পুরানবাজার মাছের আড়তে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন মাছ ব্যবসায়ীরা। ক্রেতারাও আসতে শুরু করেন ছোট-বড় আকারের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এক কেজি আকারের ইলিশের দাম ছিল ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, এক কেজির চেয়ে ছোট ইলিশের দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এক কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
মাছ কিনতে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘গতবারের চেয়ে এবার ইলিশ মেলায় মাছের দাম বেশি। তবু পাঁচ কেজি কিনেছি। আমার ছেলে ইলিশ মাছ অনেক পছন্দ করে, তাই কিনলাম।’
পুরান বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী সুজন বর্মণ বলেন, ‘আমার মজুতে যে ইলিশ ছিল, সব বিক্রি করে দিয়েছি। কারণ আগামী ২২ দিন ইলিশ মাছ কেনাবেচা করা যাবে না।’
মাদারীপুরের পুরান বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতিবছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। এবারও তা-ই হয়েছে। বিক্রিও খুব ভালো হয়েছে।’
এ বিষয়ে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারা দেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এসব করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনাবেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশমেলা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকেই শহরের পুরানবাজার মাছের আড়তে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন মাছ ব্যবসায়ীরা। ক্রেতারাও আসতে শুরু করেন ছোট-বড় আকারের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এক কেজি আকারের ইলিশের দাম ছিল ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, এক কেজির চেয়ে ছোট ইলিশের দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এক কেজির চেয়ে বড় আকারের ইলিশের দাম ছিল ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
মাছ কিনতে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘গতবারের চেয়ে এবার ইলিশ মেলায় মাছের দাম বেশি। তবু পাঁচ কেজি কিনেছি। আমার ছেলে ইলিশ মাছ অনেক পছন্দ করে, তাই কিনলাম।’
পুরান বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী সুজন বর্মণ বলেন, ‘আমার মজুতে যে ইলিশ ছিল, সব বিক্রি করে দিয়েছি। কারণ আগামী ২২ দিন ইলিশ মাছ কেনাবেচা করা যাবে না।’
মাদারীপুরের পুরান বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, ‘প্রতিবছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। এবারও তা-ই হয়েছে। বিক্রিও খুব ভালো হয়েছে।’
এ বিষয়ে মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারা দেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এসব করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৯ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে