মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে