মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’
তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’
প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২১ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩০ মিনিট আগে