Ajker Patrika

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। দিনরাত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ছয়টি ড্রেজার শিবচর অংশে থাকায় জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত