Ajker Patrika

রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা

মাদারীপুরের রাজৈরে ঘুমন্ত স্ত্রী মাহামুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদী হয়ে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন। 

এ মামলার এজাহারে তার মেয়ের স্বামী একটি বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামিসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। এতে আরও হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেন। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে নিহতের পরিবার। 

মামলার বাদী নিহতের বাবা আনোয়ার কাজী বলেন, আমার মেয়েকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পাঁয়তারা করা হচ্ছে। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। 

এজাহার নামীয় আসামিরা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুল ইসলাম, তার মামা একই এলাকার বাসিন্দা শাহালম শেখ, তার মামি রুনা বেগম, রাজৈরের বদরপাশা ইউনিয়নের কাজীকাঠাল গ্রামের রবিউল চৌকিদার ও রোমান কাজী।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে বাদীকে প্রাণনাশের হুমকির বিষয় আমরা কোনো অভিযোগ পাই নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত