মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৯ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে