Ajker Patrika

বাসের ধাক্কায় ভ্যান উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

মাদারীপুর প্রতিনিধি
ক্ষতিগ্রস্ত ভ্যানটি তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত
ক্ষতিগ্রস্ত ভ্যানটি তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যান উল্টে সরজ আলী (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে ভ্যানচালক বোরহান হাওলাদার আহত হন। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরজ আলী মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া গ্রামের মৃত আদিল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটকচর থেকে একটি অটোভ্যান নিয়ে পাইকারি কাঁচামাল কেনার জন্য মোস্তফাপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলেন সরজ। ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে ভ্যানটি এলে ঢাকাগামী একটি বাস এটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সরজ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ঘটকচর গ্রামের জসিম হাওলাদারের ছেলে ভ্যানচালক বোরহান হাওলাদার। তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত কোনো পরিবহন এখনো শনাক্ত করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত