প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ রোববার সকাল থেকে কর্মস্থলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রীদের পাশাপাশি নৌরুটে অসংখ্য যানবাহন আটকে রয়েছে পদ্মা পার হওয়ার অপেক্ষায়। অন্যদিকে যাত্রীদের ভিড়ের কারণে ফেরিতে যানবাহন পার হতে পারছে না বলে একাধিক ট্রাক চালক জানান।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে নৌরুটে রোরো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। যাত্রীদের পাশাপাশি ঘাটে কমপক্ষে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া সকাল থেকে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মোটরসাইকেল ফেরি পারের অপেক্ষায় রয়েছে ঘাটে। এ কারণে যাত্রীদের পাশাপাশি ছোট যানবাহনগুলোকে ফেরিতে ওঠানো হচ্ছে। ধারণ ক্ষমতা অনুযায়ী সিরিয়ালে থাকা পণ্যবাহী ট্রাকও অল্প অল্প করে পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
ঢাকাগামী যাত্রী রবিউল বলেন, 'লকডাউনে এত দিন বাড়িতেই ছিলাম। জমানো টাকা শেষের পথে। তাই ঢাকা যাচ্ছি। গিয়ে কাজে যোগ দিতে হবে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন চললেও যাত্রীদের কর্মস্থলে যাওয়া থেমে নেই। রোববার সকাল থেকে ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ঢাকাগামী যাত্রীদের বেশির ভাগই বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক। লকডাউনের প্রথম দিকে এবং ঈদে যারা বাড়িতে এসেছিলেন তারাই এখন ফিরছেন। এদিকে ঘাটে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ২ শতাধিক নিয়মিত যানবাহন রয়েছে। শনিবার সকাল থেকেই বৃষ্টি থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে ঘাটে। এরপরও ফেরিতে গাদাগাদি করে বৃষ্টিতে ভিজে পদ্মা পার হতে হচ্ছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'নৌরুটে যাত্রী ও যানবাহনের বেশ চাপ রয়েছে। সকাল থেকেই কর্মস্থলগামী এবং ঘরমুখো উভয় দিকের যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় বেশি। এ ছাড়াও ঘাটে অসংখ্য ট্রাক ও ছোট যানবাহন রয়েছে।'

উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩১ মিনিট আগে
ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
১ ঘণ্টা আগে