শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল শুরু করলেও আজ বৃহস্পতিবার মহাসড়কে যাত্রী চলাচল বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দূরপাল্লার বাসসহ নানা ধরনের যানবাহন। এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড়ও দেখা গেছে।
এর আগে গত শনিবার থেকে কারফিউ থাকার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার পরিবহন বন্ধ থাকে। এ ছাড়া লোকাল বাস চলাচলও বন্ধ ছিল। অবশ্য গত বুধবার থেকেই শাটডাউনের কারণে যান চলাচল ছিল একেবারেই কম।
এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।
ঢাকাগামী যাত্রী মো.আউয়াল হোসেন বলেন, ‘এত দিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব।’
ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সকল সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে যাত্রীতে। পথে কোনো সমস্যা হচ্ছে না।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার থেকেই এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে এটা বেশ স্বাভাবিক। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গতকাল বুধবার সকাল থেকেই যানবাহন চলাচল শুরু করলেও আজ বৃহস্পতিবার মহাসড়কে যাত্রী চলাচল বেড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে দূরপাল্লার বাসসহ নানা ধরনের যানবাহন। এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড়ও দেখা গেছে।
এর আগে গত শনিবার থেকে কারফিউ থাকার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে একেবারেই যানবাহন শূন্য হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকা এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার পরিবহন বন্ধ থাকে। এ ছাড়া লোকাল বাস চলাচলও বন্ধ ছিল। অবশ্য গত বুধবার থেকেই শাটডাউনের কারণে যান চলাচল ছিল একেবারেই কম।
এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এ ছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।
ঢাকাগামী যাত্রী মো.আউয়াল হোসেন বলেন, ‘এত দিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ সেরে আবার বিকেলে ফিরে আসব।’
ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, ‘আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সকল সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে যাত্রীতে। পথে কোনো সমস্যা হচ্ছে না।’
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার থেকেই এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার সকাল থেকে এটা বেশ স্বাভাবিক। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। হাইওয়ে পুলিশ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাকিল আহমেদ বলেন, ‘এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
২ ঘণ্টা আগে