লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে অবশেষে সেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার রাতে আদিতমারী থানা-পুলিশ মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশিত হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) প্রতিবেশী এক গৃহবধূকে (২৩) মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই গৃহবধূ বারবার নিষেধ করলেও আচরণ সংশোধন করেননি আশরাফুল। গত ৫ মে পরিবারের সবাই বাইরে কাজে থাকায় বাড়িতে একা ছিলেন সেই গৃহবধূ। এ সুযোগে জোরপূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আশরাফুল।
পরিবারের লোকজন বাড়ি ফিরলে বিষয়টি তাঁদের জানান ভুক্তভোগী সেই গৃহবধূ। ওই গৃহবধূর আত্মসম্মানের ভয়ে প্রথমে আশরাফুলের পরিবারকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তাঁর স্ত্রী ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের ওপর হামলা করেন। অবশেষে নিরুপায় হয়ে ঘটনার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।
অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে যায় পুলিশ। অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে মামলা দ্রুত নথিভুক্ত করার আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগের এক মাস অতিবাহিত হওয়ার পরেও আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় বাদী গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ‘গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা নেয়নি পুলিশ, ঘুষের টাকা ফেরত দেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং বুধবার প্রিন্ট ভার্সনে ‘ধর্ষণচেষ্টার মামলা নেয়নি, ঘুষের টাকা ফেরত’ শিরোনামে খবর প্রকাশিত হলে টনক নড়ে পুলিশের। অবশেষে গতকাল রাতে মামলা নথিভুক্ত দেখিয়ে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বাদী ওই গৃহবধূ বলেন, ‘গণমাধ্যম আছে জন্য আজও বঞ্চিতরা তাদের অধিকার ফিরে পাচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি চিরকৃতজ্ঞ। খবর প্রকাশিত হওয়ার পরে মামলা নথিভুক্ত হয়েছে এবং লম্পট আশরাফুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘বাদী ভুল বোঝার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা মামলাটি গ্রহণ করেছি এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করেছি।’

লালমনিরহাটের আদিতমারীতে অবশেষে সেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ। এ ছাড়া অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার রাতে আদিতমারী থানা-পুলিশ মামলাটি নথিভুক্ত করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রকাশিত হয়। গ্রেপ্তার আশরাফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
অভিযোগে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) প্রতিবেশী এক গৃহবধূকে (২৩) মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই গৃহবধূ বারবার নিষেধ করলেও আচরণ সংশোধন করেননি আশরাফুল। গত ৫ মে পরিবারের সবাই বাইরে কাজে থাকায় বাড়িতে একা ছিলেন সেই গৃহবধূ। এ সুযোগে জোরপূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন আশরাফুল।
পরিবারের লোকজন বাড়ি ফিরলে বিষয়টি তাঁদের জানান ভুক্তভোগী সেই গৃহবধূ। ওই গৃহবধূর আত্মসম্মানের ভয়ে প্রথমে আশরাফুলের পরিবারকে জানিয়ে বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল ও তাঁর স্ত্রী ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের ওপর হামলা করেন। অবশেষে নিরুপায় হয়ে ঘটনার বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।
অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তে যায় পুলিশ। অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে মামলা দ্রুত নথিভুক্ত করার আশ্বাস দিলেও কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগের এক মাস অতিবাহিত হওয়ার পরেও আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় বাদী গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ‘গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা নেয়নি পুলিশ, ঘুষের টাকা ফেরত দেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং বুধবার প্রিন্ট ভার্সনে ‘ধর্ষণচেষ্টার মামলা নেয়নি, ঘুষের টাকা ফেরত’ শিরোনামে খবর প্রকাশিত হলে টনক নড়ে পুলিশের। অবশেষে গতকাল রাতে মামলা নথিভুক্ত দেখিয়ে অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বাদী ওই গৃহবধূ বলেন, ‘গণমাধ্যম আছে জন্য আজও বঞ্চিতরা তাদের অধিকার ফিরে পাচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি চিরকৃতজ্ঞ। খবর প্রকাশিত হওয়ার পরে মামলা নথিভুক্ত হয়েছে এবং লম্পট আশরাফুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘বাদী ভুল বোঝার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা মামলাটি গ্রহণ করেছি এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে