Ajker Patrika

সীমান্ত হত্যা বন্ধে পাটগ্রামে প্রতীকী লাশের মিছিল

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
সীমান্ত হত্যা বন্ধে পাটগ্রামে প্রতীকী লাশের মিছিল

সীমান্ত হত্যা বন্ধে লালমনিরহাটের পাটগ্রামে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে বাংলাদেশ গণশক্তি পার্টি। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ মোড় থেকে পাটগ্রাম শহরের প্রধান সড়কে এই মিছিল করা হয়। দলটির পক্ষ থেকে প্রতীকী লাশ নিয়ে সারা দেশের সীমান্তবর্তী জেলা ও উপজেলা অভিমুখে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে আয়োজিত এই মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাদিকুল ইসলাম, নুরুন্নবী মিয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এন ইউ আহম্মেদ, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সৌরভ হোসেন বেলাল ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আরিফ হোসেন।

মিছিল শেষে হানিফ বাংলাদেশি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার বাংলাদেশের ওপর আগ্রাসন চালায়। ভারতের বিএসএফ সীমান্তে বহু বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। মিয়ানমার তাদের নাগরিক ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। মিয়ানমারের মর্টার শেলের আঘাতে সম্প্রতি দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

হানিফ বাংলাদেশি আরও বলেন, ‘এ প্রতিবেশী দেশ দুটি সব সময় বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে। বাংলাদেশিদের হত্যার পর গরু চোরাকারবারি বলে চালিয়ে দেয়। চোরাকারবারিদের ধরে বিচার করুক, গুলি করে হত্যা করবে কেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত