লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা সেই নরসুন্দর পরিবারটি নিরাপত্তার দাবি জানিয়েছেন। আজ বুধবার তদন্তে এসে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।
এর আগে গত রোববার লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মবের শিকার হন নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পরদিন তাঁদের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলা মোড়ে সেলুনের দোকানের আয়ে চলে পরেশ চন্দ্র শীলের পরিবার। ওই দোকানে কাজ করেন তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল। গত শুক্রবার দুপুরে ওই দোকানে কাজ করতে আসা এক তরুণের সঙ্গে হিন্দু ও মুসলিম ধর্ম নিয়ে উভয়ে রসিকতা শুরু করেন। যা নিয়ে একপর্যায়ে বিতর্ক বাঁধে এবং তা তাৎক্ষণিক মিটে যায় এবং কাজ করে নেন ওই তরুণ।
ওই তরুণ রোববার পুনরায় সেলুনে কাজ করানোর পর মজুরি ১০ টাকা কম দেন। যা নিয়ে আবারও তাঁদের মাঝে বিতর্ক হয় যা অমীমাংসিত থেকে যায়। পরে ওই তরুণ বিষ্ণু চন্দ্র শীলের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের বলাবলি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে নরসুন্দর বিষ্ণু চন্দ্র শীল ও তাঁর বাবাকে এলোপাতাড়ি মারপিট করে মব তৈরি করে।
পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ মব হামলার শিকার আহত নরসুন্দর বাবা-ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং রাতে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখায়।
আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাঁদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।

লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা সেই নরসুন্দর পরিবারটি নিরাপত্তার দাবি জানিয়েছেন। আজ বুধবার তদন্তে এসে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।
এর আগে গত রোববার লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মবের শিকার হন নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পরদিন তাঁদের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, লালমনিরহাট পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলা মোড়ে সেলুনের দোকানের আয়ে চলে পরেশ চন্দ্র শীলের পরিবার। ওই দোকানে কাজ করেন তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল। গত শুক্রবার দুপুরে ওই দোকানে কাজ করতে আসা এক তরুণের সঙ্গে হিন্দু ও মুসলিম ধর্ম নিয়ে উভয়ে রসিকতা শুরু করেন। যা নিয়ে একপর্যায়ে বিতর্ক বাঁধে এবং তা তাৎক্ষণিক মিটে যায় এবং কাজ করে নেন ওই তরুণ।
ওই তরুণ রোববার পুনরায় সেলুনে কাজ করানোর পর মজুরি ১০ টাকা কম দেন। যা নিয়ে আবারও তাঁদের মাঝে বিতর্ক হয় যা অমীমাংসিত থেকে যায়। পরে ওই তরুণ বিষ্ণু চন্দ্র শীলের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের বলাবলি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে নরসুন্দর বিষ্ণু চন্দ্র শীল ও তাঁর বাবাকে এলোপাতাড়ি মারপিট করে মব তৈরি করে।
পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ মব হামলার শিকার আহত নরসুন্দর বাবা-ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং রাতে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখায়।
আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাঁদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে