পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটে সীমান্তে তিন দিনের ব্যবধানে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) নিহত হয়েছেন। আজ রোববার ভোরে রংপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে।
বিপুল পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামে রশিদুল ইসলামের ছেলে।
এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে গত ২৯ ডিসেম্বর বিএসএফের গুলিতে সাদিক (২২) ও মংলু (৩৬) নিহত হন। এ ঘটনার তিন দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি এক যুবক নিহত হলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশি গরু পারাপারকারী সাত থেকে আট জনের একটি দল বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সীমান্তের প্রধান পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতের ৯৮-বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় বিপ্লবের সঙ্গীরা তাঁকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান মোকছেদ বলেন, ‘আমি জানতে পেরেছি, শনিবার রাত সাড়ে ১২টার সময় কয়েকজন গরু পারাপারকারীর সঙ্গে রশিদুলের ছেলে বিপুলও যান। সীমান্তে ভারতের বিএসএফ গুলি করলে বিপুলের ডান পাঁজরে গুলি বিদ্ধ হয়। আমি লাশ দেখেছি। পুলিশ লাশ নিয়ে গেছে।’
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘চ্যাংরাবান্ধা বিএসএফ জানিয়েছে, গোলাগুলির ঘটনা হয়নি। আমরা বিষয়টি হালকাভাবে নেব না। কঠোর প্রতিবাদলিপি দেওয়া হবে। বিএসএফকে পতাকাবৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এ জন্য সীমান্তে বিজিবির টহল দ্বিগুণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হয়।’

লালমনিরহাটে সীমান্তে তিন দিনের ব্যবধানে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) নিহত হয়েছেন। আজ রোববার ভোরে রংপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে।
বিপুল পাটগ্রাম সদর ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামে রশিদুল ইসলামের ছেলে।
এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে গত ২৯ ডিসেম্বর বিএসএফের গুলিতে সাদিক (২২) ও মংলু (৩৬) নিহত হন। এ ঘটনার তিন দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি এক যুবক নিহত হলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশি গরু পারাপারকারী সাত থেকে আট জনের একটি দল বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সীমান্তের প্রধান পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতের ৯৮-বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় বিপ্লবের সঙ্গীরা তাঁকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।
পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান মোকছেদ বলেন, ‘আমি জানতে পেরেছি, শনিবার রাত সাড়ে ১২টার সময় কয়েকজন গরু পারাপারকারীর সঙ্গে রশিদুলের ছেলে বিপুলও যান। সীমান্তে ভারতের বিএসএফ গুলি করলে বিপুলের ডান পাঁজরে গুলি বিদ্ধ হয়। আমি লাশ দেখেছি। পুলিশ লাশ নিয়ে গেছে।’
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘চ্যাংরাবান্ধা বিএসএফ জানিয়েছে, গোলাগুলির ঘটনা হয়নি। আমরা বিষয়টি হালকাভাবে নেব না। কঠোর প্রতিবাদলিপি দেওয়া হবে। বিএসএফকে পতাকাবৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এ জন্য সীমান্তে বিজিবির টহল দ্বিগুণ করা হয়েছে। বিএসএফের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হয়।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৩১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে