Ajker Patrika

জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি 
জি এম কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদের। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ঘটনার সাড়ে সাত বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২ জুন) লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন বিএনপি নেতা খলিলুর রহমান।

বাদী খলিলুর রহমান লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার অহর উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থীর মনোনীত পোলিং এজেন্ট ছিলেন। এ খবরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা ভোট গ্রহণের আগের দিন রাতে তাঁর বাড়িতে গিয়ে শাসন করে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন।

পরদিন ভোটগ্রহণ শুরু হলে বাদী দলীয় প্রার্থীর দেওয়া পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তাঁর স্ত্রী শেরিফা কাদেরের হুকুমে অন্য আসামিরা তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনার সাড়ে সাত বছর পরে লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি খলিলুর রহমান বাদী হয়ে জি এম কাদেরকে প্রধান করে জাতীয় পার্টির ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। লালমনিরহাট সদর থানা-পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (নম্বর-৩) হিসেবে নথিভুক্ত করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত