Ajker Patrika

নরসুন্দর বাবা-ছেলেকে নির্যাতন: ‘মবের’ মুখে এবার সাংবাদিকেরা

লালমনিরহাট প্রতিনিধি 
নরসুন্দর বাবা-ছেলেকে নির্যাতন: ‘মবের’ মুখে এবার সাংবাদিকেরা
মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় আজ বুধবার তদন্তে যান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার পর এবার পুলিশের উপস্থিতিতে মবের শিকার হতে যাচ্ছিলেন সাংবাদিকেরা। পরে পুলিশের সহায়তায় মব থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। আজ বুধবার লালমনিরহাট পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলা মোড়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনা তদন্ত করতে আজ সরেজমিনে যান রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। এ সময় ঘটনাস্থলে তৌহিদি মুসলিম জনতার নেতা ও নরসুন্দর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নরসুন্দর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করে নরসুন্দর বিষ্ণুর স্ত্রী দীপ্তি রানী পুলিশের এ কর্মকর্তার কাছে হাতজোড় করে পরিবার ও গ্রেপ্তার বাবা-ছেলের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান। পরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন পুলিশের এ কর্মকর্তা। এ সময় আসন্ন রথ উৎসবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।

এ সময় নরসুন্দর পরিবারের অভিযোগ প্রসঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করায় উপস্থিত সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন কতিপয় স্থানীয় লোকজন। পরে পুলিশ চলে যাওয়ার মুহূর্তে সাংবাদিকদের হিন্দুর দালাল ও ভুয়া বলে স্লোগান দিয়ে মব তৈরির চেষ্টা করেন। এ সময় দ্রুত সাংবাদিকেরা পুলিশের সহায়তা নেওয়ায় মব থেকে রক্ষা পান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাদের নিরাপত্তাহীনতারও কিছু নেই। রথযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত