Ajker Patrika

কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই জায়ের মৃত্যু 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই জায়ের মৃত্যু 

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)। তাঁরা সম্পর্কে আপন জা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ জানান, বাবলু মিয়া ও এক আকবর মিয়া উভয়ে আপন ভাই। তাঁরা একই বাড়িতে বাস করে আসছেন। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে যান। এ সময় গোসলখানার টিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান ফিরোজা। তাঁকে উদ্ধার করতে নিলুফা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।  

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই গৃহবধূ দুজনের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত