লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সৌদিপ্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম নামে দুজনকে প্রকাশ্যে কোপালেন ইউনিয়ন যুবলীগের নেতা নুরউদ্দিন। মোটরসাইকেল না দেওয়ায় তাঁদের ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগে ওঠে। এ ঘটনার পর গত ৬ আগস্ট হামলার শিকার জসিম উদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত নুর উদ্দিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩০ জুলাই দুপুরে সদর উপজেলার আবুর গোজা নামক স্থানে এ ঘটনা ঘটে। কিন্তু গত দুই দিন ধরে হামলার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়।
এদিকে এ ঘটনায় মামলা হলেও ২০ দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হামলার শিকার প্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, নুরউদ্দিন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। সৌদিপ্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম উদ্দিন ৩০ জুলাই দুপুরে আত্মীয় আবুল কাশেমের বাড়ি থেকে খাবার খেয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার আবুর গোজা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে নুরউদ্দিনসহ অন্যরা মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মোটরসাইকেলটি দিতে বলে। এ সময় আফসার উদ্দিন মোটরসাইকেল দিতে অপারগতা প্রকাশ করলে নুর উদ্দিন ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত জসিম উদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই এলাকার নুর উদ্দিন, ফয়েজ আহম্মদ, বেল্লাল আহমেদ, সোহেল হোসেনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টা অভিযোগ মামলা দায়ের করেন।
আজ রোববার সকালে এ নিয়ে কথা হয় ভুক্তভোগী দুজনের সঙ্গে। প্রবাসী আফসার উদ্দিন আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সাথে নুরউদ্দিনের কোনো সম্পর্ক নেই। আমি বিদেশে থাকি। নুরউদ্দিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ঘটনার দিন হঠাৎ আমার পথ গতিরোধ করে মোটরসাইকেল দিতে চাপ দেয়। এতে রাজি হইনি। কিছু বুজে ওঠার আগেই একটি ছুরি দিয়ে আমার মাথা লক্ষ্য করে কয়েকটি কোপ দেয়। পরে হাত দিয়ে সেগুলো নিয়ন্ত্রণে চেষ্টা করি। এতে হাত-পেটে কোপ লাগে।’
আফসার উদ্দিন আরও বলেন, ‘আমার কী দোষ সেটাও জানি না। আল্লাহ আমাকে রক্ষা করেছে। পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর গত দুই দিন ধরে মামলা তুলে নিতে অপরিচিত কয়েকটি নম্বর থেকে ফোন আসে। যদি মামলা তুলে না নিই, তাহলে লাশও খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
উদ্বেগ প্রকাশ করে আফসার উদ্দিন বলেন, ‘এত দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি। তাঁদের ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এদিকে হামলার স্বীকার জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, নুরউদ্দিন পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় চারজনকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারিনি। মামলা দায়েরের ২০দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের হুমকি-ধমকিতে আতঙ্কিত হয়ে পড়েছি। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরউদ্দিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির উদ্দিন জানান, নুরউদ্দিন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত নুরউদ্দিনকে গ্রেপ্তার করা হবে।

লক্ষ্মীপুরে সৌদিপ্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম নামে দুজনকে প্রকাশ্যে কোপালেন ইউনিয়ন যুবলীগের নেতা নুরউদ্দিন। মোটরসাইকেল না দেওয়ায় তাঁদের ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগে ওঠে। এ ঘটনার পর গত ৬ আগস্ট হামলার শিকার জসিম উদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত নুর উদ্দিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৩০ জুলাই দুপুরে সদর উপজেলার আবুর গোজা নামক স্থানে এ ঘটনা ঘটে। কিন্তু গত দুই দিন ধরে হামলার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হয়।
এদিকে এ ঘটনায় মামলা হলেও ২০ দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হামলার শিকার প্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, নুরউদ্দিন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। সৌদিপ্রবাসী আফসার উদ্দিন আসিফ ও জসিম উদ্দিন ৩০ জুলাই দুপুরে আত্মীয় আবুল কাশেমের বাড়ি থেকে খাবার খেয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার আবুর গোজা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে নুরউদ্দিনসহ অন্যরা মোটরসাইকেলের গতিরোধ করে। পরে মোটরসাইকেলটি দিতে বলে। এ সময় আফসার উদ্দিন মোটরসাইকেল দিতে অপারগতা প্রকাশ করলে নুর উদ্দিন ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ছাড়া নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত জসিম উদ্দিনের বাবা শাহ আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই এলাকার নুর উদ্দিন, ফয়েজ আহম্মদ, বেল্লাল আহমেদ, সোহেল হোসেনের নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে হত্যাচেষ্টা অভিযোগ মামলা দায়ের করেন।
আজ রোববার সকালে এ নিয়ে কথা হয় ভুক্তভোগী দুজনের সঙ্গে। প্রবাসী আফসার উদ্দিন আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সাথে নুরউদ্দিনের কোনো সম্পর্ক নেই। আমি বিদেশে থাকি। নুরউদ্দিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ঘটনার দিন হঠাৎ আমার পথ গতিরোধ করে মোটরসাইকেল দিতে চাপ দেয়। এতে রাজি হইনি। কিছু বুজে ওঠার আগেই একটি ছুরি দিয়ে আমার মাথা লক্ষ্য করে কয়েকটি কোপ দেয়। পরে হাত দিয়ে সেগুলো নিয়ন্ত্রণে চেষ্টা করি। এতে হাত-পেটে কোপ লাগে।’
আফসার উদ্দিন আরও বলেন, ‘আমার কী দোষ সেটাও জানি না। আল্লাহ আমাকে রক্ষা করেছে। পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর গত দুই দিন ধরে মামলা তুলে নিতে অপরিচিত কয়েকটি নম্বর থেকে ফোন আসে। যদি মামলা তুলে না নিই, তাহলে লাশও খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’
উদ্বেগ প্রকাশ করে আফসার উদ্দিন বলেন, ‘এত দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি। তাঁদের ভয়ে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে আছি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এদিকে হামলার স্বীকার জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, নুরউদ্দিন পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় চারজনকে চিনতে পারলেও বাকিদের চিনতে পারিনি। মামলা দায়েরের ২০দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের হুমকি-ধমকিতে আতঙ্কিত হয়ে পড়েছি। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরউদ্দিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির উদ্দিন জানান, নুরউদ্দিন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত নুরউদ্দিনকে গ্রেপ্তার করা হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে