লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ১১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টায় পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি কম চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী।
সাড়ে ৮টার দিকে শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ভোট দিয়েছেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
জাতীয় পার্টির প্রার্থী ভোট দিয়ে বলেছেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। সুষ্ঠু ভোট হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে তেমন সাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোট দিয়ে সাংবাদিকদের জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটার উপস্থিতি বাড়বে। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন। কোনো অনিয়ম হচ্ছে না।
ভোট দিতে আসা বেলায়েত হোসেন বেলাল ও মাসুম জানান, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। সুন্দরভাবে ভোট দিতে পেরে খুশি তাঁরা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৩টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, চারটি স্ট্যান্ড বাই টিম কাজ করবে। এ ছাড়া র্যাবেরসাতটি পেট্রোল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ১ হাজার ৪০০ আনসার সদস্য কাজ করছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক)। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যের কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ১১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল ৪টায় পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি কম চোখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী।
সাড়ে ৮টার দিকে শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন ভোট দিয়েছেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
জাতীয় পার্টির প্রার্থী ভোট দিয়ে বলেছেন, বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। সুষ্ঠু ভোট হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে তেমন সাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোট দিয়ে সাংবাদিকদের জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটার উপস্থিতি বাড়বে। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন। কোনো অনিয়ম হচ্ছে না।
ভোট দিতে আসা বেলায়েত হোসেন বেলাল ও মাসুম জানান, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। সুন্দরভাবে ভোট দিতে পেরে খুশি তাঁরা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২৩টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, চারটি স্ট্যান্ড বাই টিম কাজ করবে। এ ছাড়া র্যাবেরসাতটি পেট্রোল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ১ হাজার ৪০০ আনসার সদস্য কাজ করছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম প্রতীক)। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যের কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তাঁর মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৫ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৭ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২১ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৩ মিনিট আগে