কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।
অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’
লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।
বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।
অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’
লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।
চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১১ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে