রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‘আমরা একটা সংগঠন করি, আমাদের আদর্শ বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী মনোনীত করে দিয়েছেন। ওনার বাহিরে আমরা কোনো কথা বলতে পারব না। তাই সবাইকে নৌকার ভোট ওপেন দিতে হবে। এর বাহিরে কোনো কথা নাই। আর মেম্বারদের ভোট গোপনে হবে। মাইন্ড ইট, এর বিকল্প কেউ কোনো চিন্তা করবেন না। আমরা আগামী ২৮ তারিখে নৌকার মাঝি জাবেদকে বিজয়ী করেই আনব।’
তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে এভাবে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে কথাগুলো বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। গতকাল রোববার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ হোসেনের গণসংযোগে যোগ দেন তিনি। গণসংযোগ শেষে ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলামের বাড়িতে এসব কথা বলেন হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন ও সব ওয়ার্ডের মেম্বার প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘আমাকে রামগঞ্জে কেউ চিনত না। ছোটবেলা থেকে ঢাকায় থাকি। ওখানে আমার রাজনীতিতে হাতেখড়ি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম রামগঞ্জে আমার আবিষ্কারক। ওনার কারণে আজ রামগঞ্জের ১০টা ইউনিয়নের নেতা-কর্মীদের কাছে পরিচিতি পেয়েছি।’
উল্লেখ্য, জেলার রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন জাবেদ হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল হোসেন।
যুবলীগ নেতার এ ধরনের বক্তব্যের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমি এ ব্যাপারে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। তাঁর সমর্থকদের একটি মহল হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে আজ সোমবার সন্ধ্যায় হাবিবুর রহমান পবনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা (ভিডিও) সম্পূর্ণ এডিট করা। আমি এ ধরনের কোনো বক্তব্যই দেইনি।’
যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু তাহের বলেন, এ ব্যাপারে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

‘আমরা একটা সংগঠন করি, আমাদের আদর্শ বঙ্গবন্ধু। জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থী মনোনীত করে দিয়েছেন। ওনার বাহিরে আমরা কোনো কথা বলতে পারব না। তাই সবাইকে নৌকার ভোট ওপেন দিতে হবে। এর বাহিরে কোনো কথা নাই। আর মেম্বারদের ভোট গোপনে হবে। মাইন্ড ইট, এর বিকল্প কেউ কোনো চিন্তা করবেন না। আমরা আগামী ২৮ তারিখে নৌকার মাঝি জাবেদকে বিজয়ী করেই আনব।’
তৃতীয় ধাপের (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে এভাবে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে কথাগুলো বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। গতকাল রোববার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ হোসেনের গণসংযোগে যোগ দেন তিনি। গণসংযোগ শেষে ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলামের বাড়িতে এসব কথা বলেন হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী জাবেদ হোসেন ও সব ওয়ার্ডের মেম্বার প্রার্থীসহ দলীয় নেতা-কর্মীরা।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘আমাকে রামগঞ্জে কেউ চিনত না। ছোটবেলা থেকে ঢাকায় থাকি। ওখানে আমার রাজনীতিতে হাতেখড়ি। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম রামগঞ্জে আমার আবিষ্কারক। ওনার কারণে আজ রামগঞ্জের ১০টা ইউনিয়নের নেতা-কর্মীদের কাছে পরিচিতি পেয়েছি।’
উল্লেখ্য, জেলার রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন জাবেদ হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল হোসেন।
যুবলীগ নেতার এ ধরনের বক্তব্যের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, আমি এ ব্যাপারে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেব। তাঁর সমর্থকদের একটি মহল হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে আজ সোমবার সন্ধ্যায় হাবিবুর রহমান পবনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা (ভিডিও) সম্পূর্ণ এডিট করা। আমি এ ধরনের কোনো বক্তব্যই দেইনি।’
যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু তাহের বলেন, এ ব্যাপারে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৯ ঘণ্টা আগে